AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পিসিবিতে কার্স্টেনের রিপোর্ট জমা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:৪০ পিএম, ৪ জুলাই, ২০২৪
পিসিবিতে কার্স্টেনের রিপোর্ট জমা

আইসিসি টি২০ বিশ্বকাপ অভিযান একদমই ভালো যায়নি পাকিস্তান ক্রিকেট দলের। গ্রুপ স্টেজ থেকেই এবার বিদায় নিতে হয়েছিল গতবার টি২০ বিশ্বকাপের ফাইনালিস্টদের। ২০২৩ ওডিআই বিশ্বকাপও পাকিস্তানের খুব একটা ভালো যায়নি। বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে তো প্রশ্ন রয়েছেই, পাশাপাশি তাঁর পারফরমেন্সও আতস কাঁচের তলায়।

এরই মধ্যে গ্যারি কার্স্টেন দিলেন পাকিস্তান ক্রিকেট দলের ব্যর্থতার রিপোর্ট। পিসিবির কাছে দঃ আফ্রিকার এই প্রাক্তনী জানিয়েছেন দলের ব্যর্থতার কারণ। মুখবন্ধভাবেই সেই চিঠি গেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের কাছে। সেই রিপোর্ট দেখার পরই ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্তন নিতে চলেছে পিসিবি।

এবারের টি২০ বিশ্বকাপে কানাডা ও আয়ারল্যান্ডের বিপক্ষে জিতলেও মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের বিপক্ষে হেরে যায় পাকিস্তান। ভারতীয় দল চ্যাম্পিয়ন, ফলে এই দলের বিপক্ষে হার মেনে নেওয়া যায়। কিন্তু তাই বলে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেও কিনা হারবেন মহম্মদ রিজওয়ান, বাবর আজমরা। তাঁদের ব্যাটিং স্ট্রাইক রেট লজ্জা পাওয়াতে বাধ্য টি২০ ফর্ম্যাটকে। দলের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরই বাবর আজম সমালোচকদের মুখ বন্ধ করতে তাঁদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়ার পথ গ্রহণ করেছিলেন, এরই মধ্যে দলের ব্যর্থতার আসল কারণ জানিয়ে রিপোর্ট জমা দিলেন পাকিস্তান দলের কোচ গ্যারি কার্স্টেন।

চলতি বছরের আইপিএল শেষের পরই পাকিস্তান দলের দায়িত্ব নেন গ্যারি কার্স্টেন। ফলে হাতে খুব বেশি সময় পাননি তিনি। এক সপ্তাহ মত অনুশীলন করান ক্রিকেটারদের। এরই মধ্যে নিজের মতো করেই দল গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন প্রোটিয়াদের প্রাক্তন তারকা। কিন্তু প্রতি পদে পদে সমস্যায় পড়তে হয় তাঁকে, তাতেই বিরক্তি প্রকাশ করেন কার্স্টেন। শোনা যাচ্ছে পিসিবিকে দেওয়া রিপোর্টে গ্যারি কার্স্টেন দলের মধ্যে অন্তর্কলহের কথাটি উল্লেখ করেছেন। মাঠের ভিতর ক্রিকেটারদের মধ্যে বোঝাপড়ার অভাবের পাশাপাশি হরিস রাউফের এক ক্রিকেটভক্তের সঙ্গে প্রায় হাতাহাতি হতে চলার কথাও রিপোর্টে কার্স্টেন উল্লেখ করেছেন বলে খবর। পিসিবির চেয়ারম্যান মোহসিন নকভি তা দেখেই সিদ্ধান্ত নেবেন।

শোনা যাচ্ছে আজম খানদের ফিটনেস লেভেল এবং শৃঙ্খলার অভাব নিয়েও পিসিবি চেয়ারম্যানকে রিপোর্টে উল্লেখ করেছেন ভারতের হয়ে বিশ্বকাপ জেতা কোচ। আসলে দলের দায়িত্ব নেওয়ার পরই পাকিস্তান ক্রিকেটারদের মধ্যে শৃঙ্খলার বিভিন্ন ছাপ খুঁজে পাননি কার্স্টেন, তাতেই তিনি বিরক্ত হন। এই রিপোর্টের ওপর ভিত্তি করেই পাকিস্তান ক্রিকেট দলে বাবর আজমের অধিনায়ক থাকা নিয়েও সিদ্ধান্ত হতে পারে।

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!