AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পেনাল্টি মিস করার পর যা বললেন মেসি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:৪৮ পিএম, ৫ জুলাই, ২০২৪
পেনাল্টি মিস করার পর যা বললেন মেসি

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের টাইব্রেকারে ফের দেখা গেছে এমিলিয়ানো মার্টিনেজের বীরত্ব। যার জেরে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তবে টাইব্রেকারে নেয়া প্রথম শটটি মিস করেন লিওনেল মেসি। 

পেনাল্টি মিস নিয়ে ম্যাচ শেষে কথা বলেছেন মেসি। এছাড়া কথা বলেছেন নিজের ইনজুরি নিয়েও। গ্রুপ পর্বে চিলির বিপক্ষে ইজুরিতে পড়ার পর শেষ ম্যাচে খেলেননি তিনি।

তবে শুক্রবারের (৫ জুলাই) কোয়ার্টার ফাইনালের ম্যাচে ঠিকই শুরুর একাদশে রাখা হয়েছিল মেসিকে। তিনি খেলেছেন পুরো ম্যাচও। যদিও এদিন নিজের সেরা ছন্দে ছিলেন না। পুরো ম্যাচে মাত্র ৩২ বার বল স্পর্শ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

মেসি বলেন, ‘আমি এখন ঠিক আছি। কোনো অস্বস্তি নেই। আবার চোটে পড়ার বা অস্বস্তিতে ভোগার মানসিক ভয় সব সময়ই ছিল। তবে পেশিতে কোনো সমস্যা নেই। কোচ জিজ্ঞাসা করেছিল খেলতে প্রস্তুত কি না। আমি হ্যাঁ বলেছি।’

এদিকে টাইব্রেকারে প্রথম শটটি নেন মেসি। তবে তিনি তা ক্রসবারে মারেন। সেই পেনাল্টি নিয়ে মেসি বলেন, ‘খুব বিরক্ত লেগেছে নিজের ওপর। ভেবেছিলাম কিকটা ভালোই হবে।’

এরপর তিনি বলেন, ‘আমি (দুই গোলকিপার) দিবু ও রুইয়ের সঙ্গে কথা বলেছিলাম। এই কিকটা অনুশীলন করা হয়নি, শুধু কথা বলে নিয়েছিলাম। আমার চেষ্টা ছিল বলটা আস্তে করে মারতে, কিন্তু উঁচুতে উঠে গেল।’

মেসি ভুল করলেও ভুল করেননি এমিলিয়ানো মার্টিনেজ। ইকুয়েডরের টানা দুই শট ঠেকিয়ে নায়ক বনে যান। ম্যাচ শেষে তার প্রশংসাও করেছেন মেসি।

তিনি বলেন, ‘আমি জানতাম, এ ধরনের সময়ে দিবু দাঁড়িয়ে যাবে। এ ধরনের মুহূর্তই ওর পছন্দ, যেটা তাকে বড় করে তুলেছে। ও গোলবারের নিচে থাকলে অন্য রকম হয়ে ওঠে।’

একুশে সংবাদ/ এস কে

Link copied!