AB Bank
ঢাকা সোমবার, ০৮ জুলাই, ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যেভাবে দেখবেন ইউরোর কোয়ার্টার ফাইনাল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:৫২ পিএম, ৫ জুলাই, ২০২৪
যেভাবে দেখবেন ইউরোর কোয়ার্টার ফাইনাল

ইউরোর কোয়ার্টার ফাইনালে প্রথম দিনেই চার হ্যাভিওয়েইটের লড়াই। হাইভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি দু’সাবেক চ্যাম্পিয়ন জার্মানি এবং স্পেন। স্টুটগার্টের এমএইচপিএ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত দশটায়। এর তিন ঘণ্টা পর নামছে রোনালদোর পর্তুগাল। প্রতিপক্ষ হট ফেভারিট ফ্রান্স। এই ম্যাচের ভেন্যু হামবুর্গের ভলপার্কস্তাদিওন।

এবারের ইউরোয় সবগুলো ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা একমাত্র দল স্পেন। ফুটবলারদের সাম্প্রতিক ফর্ম, টেকনিক, ট্যাক্টিসে শিরোপা জয়ের অন্যতম দাবীদার লা রোহা ফিউরিরা। দলে নেই কোন ইনজুরি। ফিট স্কোয়াড পচ্ছেন কোচ লুই দে লা ফন্তে।

বিপরীতে স্পেনের বিপক্ষে ম্যাচের আগে পরিসংখ্যান সঙ্গী জার্মানির। আগের চার কোয়ার্টার ফাইনালে স্বাগতিকদের বাদ পড়ার ইতিহাস নেই। ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ১৯ বার শেষ আটের লড়াইয়ে ডিম্যানশাফটরা। ৪ ম্যাচের সবগুলোতে জিততে না পারলেও দশ গোল করে নিজেদের রেকর্ড ভেঙেছে নাগলসম্যানের দল। ডিফেন্সের শক্তি বাড়াতে ইনজুরি কাটিয়ে ফিরছেন জোনাথন টাহ। তবে ম্যাচের আগে কথার লড়াইয়ে দু’দল। স্পেনের তরুণ তুর্কী লামিনে ইয়ামাল যেমন স্পেনের তুরুপের তাস তেমনি টনি ক্রুজে ভয় লা ফন্তর।

এদিকে হামবুর্গে ফ্রান্স-পর্তুগাল দ্বৈরথ ছাপিয়ে আলোচনায় রোনালদো। পর্তুগিজ সুপারস্টারকে একনজর দেখতে এয়ারপোর্ট থেকে টিম হোটেল-টিম হোটেল থেকে প্র্যাক্টিস ভেন্যু পযর্ন্ত হাজারো মানুষের জটলা।

নিজের আইডলের বিপক্ষে খেলার অপেক্ষায় রোমাঞ্চিত ফ্রেঞ্চ সুপারস্টার কিলিয়ান এমবাপ্পেও। বিপরীতেএ দু’ফুটবলারের দ্বৈরথের চেয়ে দু’দেশের লড়াইয়ে বেশি মনোযোগী বার্নার্দো সিলভা।

স্লোভেনিয়ার বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে ১২০ মিনিট ধরে খেলার পরও পর্তগালে ইনজুরির হানা নেই। বিপরীতে দু’ম্যাচে হলুদ কার্ড দেখায় নিষেধাজ্ঞায় আদ্রিয়ান র‍্যাবিও। পর্তুগালের বিপক্ষে আগের ১৪ দেখায় ১১ জয়ের বিপরীতে মাত্র এক হার ফ্রান্সের। ৫ ইউরোয় চতুর্থবারের মত সেমিফাইনালে ওঠার লড়াই লেস ব্লুদের।

বৈশ্বিক টুর্নামেন্ট লাইভ দেখা নিয়ে অনেক সময়ই বিড়ম্বনায় পড়তে হয় সমর্থকদের। তবে স্বস্তির খবর হচ্ছে, বাংলাদেশি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সরাসরি দেখা যাচ্ছে এবারের ইউরোর মহারণ। দেশের প্রথম ও একমাত্র স্পোর্টস ভিত্তক টিভি চ্যানেল টি-স্পোর্টস সরাসরি দেখা যাচ্ছে সবগুলো ম্যাচ।

এ ছাড়া টি-স্পোর্টস অ্যাপ, বাংলালিংক অ্যাপ, লাইভস্পোর্টস ইয়াল্লা ওয়েবসাইটে সরাসরি দেখা যাবে ম্যাচটি। আর ভারতে সনি ওয়ান, সনি ওয়ান এইচডি, সনি টু, সনি টু এইচডি, সনি লিভ অ্যাপে খেলা উপভোগ করা যাবে।

একুশে সংবাদ/ এস কে

Link copied!