AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জার্মানিকে বিদায় করে সেমিতে স্পেন


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:৪০ এএম, ৬ জুলাই, ২০২৪
জার্মানিকে বিদায় করে সেমিতে স্পেন

জার্মানিকে কাঁদিয়ে স্পেন ইউরোর সেমিফাইনাল নিশ্চিত করেছে। একেবারে শেষ মিনিটের গোলে স্বাগতিক জার্মানদের হারিয়ে ইউরোপের লড়াইয়ে টিকে রইলো স্পেন।  

এর আগে স্বাগতিক কোনো দলকে হারায়নি স্পেন। এমন এক তিক্ত রেকর্ড নিয়েই শুক্রবার জার্মানির স্টুটগার্ডে নামে স্পেনিশরা। অন্যদিকে ঘরের মাঠ হওয়ায় পুরো মাঠজুড়ে জার্মান সমর্থক। বার বার ম্যাচের রং বদলালেও শেষ হাসি স্পেনিশরাই হাসে। 

খেলা শুরুর ৫০ মিনিটে এক গোলে এগিয়ে যায় স্পেন। তবে শেষ সময়ের গোলে সমতায় ফেরে জার্মানি। তবে অতিরিক্ত ৩০ মিনিটে ফ্লোরিয়ান ভির্টজের দুর্দান্ত সেই গোল ম্লান হয়ে যায়। ১১৯ মিনিটের মিকেল মোরেনোর গোলে ২-১ ব্যবধানে সেমির টিকিট নিশ্চিত করেই মাঠে ছাড়ে স্পেন।

ঘরের মাঠ হওয়ায় এবার জার্মানির সামনে ইউরোর শিরোপা নেয়ার সুবর্ণ সুযোগ ছিল। তবে স্পেনের বাধায় এবারের মতো তা আর হলো। এর মাধ্যমে জার্মান তারকা টনি ক্রুসের বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারেরও হতাশজনক সমাপ্তি ঘটল।

একুশে সংবাদ/ এস কে

Link copied!