বয়স মাত্র ১৬ বছর অথচ এরই মাঝে ফুটবল বিশ্বে আলো ছড়িয়েছেন স্প্যানিশ উইঙ্গার লামিনে ইয়ামাল। চলমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও দ্যুতি ছড়াচ্ছেন তিনি। শুক্রবার (৬ জুলাই) রাতে স্পেন, জার্মানি কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে ৫১ মিনিটে ইয়ামালের অ্যাসিস্ট থেকে লক্ষ্যভেদ করেন দানি অলমো। আর তাতেই রেকর্ড বইয়ে নাম লেখালেন ইয়ামাল।
স্প্যানিশ এই ফরোয়ার্ড এবারের ইউরোতে করেছেন ৩ অ্যাসিস্ট। বয়সের হিসেবে সবচেয়ে কম বয়সে এক ইউরোতে বেশি অ্যাসিস্টের কীর্তি গড়েন তিনি। এর আগে ২০০৪ ইউরোতে ২ অ্যাসিস্ট করেছিলেন রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ডের বয়স তখন ছিল ১৯ বছর।
নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল। অতিরিক্ত সময়ে গড়ালেও কেউ লক্ষ্যভেদ করতে পারছিল না। অবশেষে ১১৯ মিনিটে জয়সূচক গোলটি করেন স্পেনের সেন্ট্রাল মিডফিল্ডার মিকেল মেরিনো। অলমোর ক্রস থেকে হেডে দুর্দান্ত গোল করেন মেরিনো। শেষ পর্যন্ত ২-১ গোলে জিতে সেমিফাইনালে উঠেছে স্পেন। ৯ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন-ফ্রান্স। ম্যাচটি হবে আলিয়াঞ্জ অ্যারেনায়। ইয়ামালের কাছে সুযোগ থাকছে রেকর্ডটি আরও সমৃদ্ধ করার।
এছাড়া রোনালদোর পর্তুগাল গত রাতে ফ্রান্সের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে। হামবুর্গের ভক্সপার্ক স্টেডিয়ামে ফ্রান্স-পর্তুগাল ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল মূল ম্যাচ। ১২০ মিনিটের লড়াই শেষে টাইব্রেকারে গড়ালে ৫-৩ গোলে জেতে ফ্রান্স। ম্যাচ শেষে রোনালদো ছিলেন অশ্রুসিক্ত। একই সঙ্গে পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের এটাই ছিল ইউরোর শেষ ম্যাচ।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :