দলের সমর্থকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হন কোচ এরিক টেন হাগ। ম্যানচেস্টার ইউনাইটেডের মতো নামিদামি ক্লাবের কোচ হয়েও দলকে ভালো অবস্থানে রাখতে ব্যর্থ হন তিনি। লিগে আট নম্বরে থেকে মৌসুম শেষ করে তারা। এমন পারফরম্যান্সের পর টেন হাগ চাকরি হারাচ্ছেন এমনটাই দাবি করেছিলো ইংল্যান্ডের গণমাধ্যমগুলো। তবে সবাইকে চমকে দিয়ে প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়া কোচের সঙ্গেই নতুন করে দুই বছরেরর চুক্তি করেছে ক্লাব কর্তৃপক্ষ।
গত মৌসুমের শেষ দিকে এফ এ কাপের শিরোপা জিতে ম্যানচেস্টার ইউনাইটেড। সেই টুর্নামেন্ট জয়ই হয়তো চাকরি বাঁচিয়েছে টেন হাগের। ২০২৬ সাল পর্যন্ত ক্লাবটির কোচের দায়িত্বে থাকছেন তিনি।
লিগে অবস্থান ভালো না হলেও নিজের কাজে সন্তুষ্ট টেন হাগ। চুক্তি বাড়ানোয় বেশ আনন্দিত তিনি। ম্যান ইউ কোচ বলেন, ‘ক্লাবের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে পৌঁছাতে পারায় আমি বেশ আনন্দিত। গত দুই বছরে আমি যে পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছিলাম সেখান থেকে উন্নতির দৃষ্টান্ত আছে। দুটি ট্রফি জেতার গৌরবও রয়েছে।’
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :