AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্যাটিংয়ে সফল হলেও বোলিংয়ে ব্যর্থ সাকিব


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:১৭ পিএম, ৮ জুলাই, ২০২৪
ব্যাটিংয়ে সফল হলেও বোলিংয়ে ব্যর্থ সাকিব

যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেট (এমএলসি) টি-টোয়েন্টিতে নিজের দ্বিতীয় ম্যাচে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে ব্যাট হাতে সফল হলেও, বোলিংয়ে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাট হাতে ২৬ বলে ৩৫ রান এবং বোলিংয়ে ২ ওভারে ২৭ রান দিয়ে উইকেট শুন্য ছিলেন  তিনি।

সাকিবের সফল-ব্যর্থতায় মেশানো পারফরমেন্সের ম্যাচে সান ফ্রান্সিসকো ইউনিকর্ন্সের কাছে ৬ উইকেটে হেরেছে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। নিজেদের প্রথম ম্যাচে টেক্সাস সুপার কিংসকে ১২ রানে হারিয়েছিলো সাকিবের লস অ্যাঞ্জেলেস। 

ডালাসে আজ সকালে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৫ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে লস অ্যাঞ্জেলেস। ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন ৬ ও ভারতের উন্মুখ চাঁদ শূণ্যতে থামলেও, চার নম্বরে নামা সাকিবকে নিয়ে ২৯ রানের জুটি গড়ে ফিরেন ১৮ বলে ৪টি চারে ২৬ রান করা ওপেনার ইংল্যান্ডের জেসন রয়। এরপর দলের রানের চাকা ঘুড়িয়েছেন সাকিব। ৬টি চারে ২৬ বলে উইকেটে সেট হয়ে ৩৫ রানে আউট হন সাকিব। 

১২তম ওভারে দলীয় ৮৯ রানে সাকিব ফেরার পর ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলের ঝড়ো ইনিংসে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৫ রান পায় লস অ্যাঞ্জেলেস। ২টি চার ও ৩টি ছক্কায় ২৫ বলে অপরাজিত ৪০ রান করেন রাসেল।

জবাবে নিউজিল্যান্ডের ফিন অ্যালেন ও অস্ট্রেলিয়ার ম্যাথু শর্টের হাফ-সেঞ্চুরিতে সহজ জয় পায় সান ফ্রান্সিসকো। অ্যালেন ৩৭ বলে ৬৩ ও শর্ট ২৬ বলে ৫৮ রান করেন। ২ ওভারে ২৭ রান দিয়েও উইকেট নিতে পারেননি সাকিব।

মেজর লিগে নিজের প্রথম ম্যাচে ১৮ রান এবং ৩২ রানে ১ উইকেট নিয়েছিলেন সাকিব।

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!