AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দল চাইলে অবসর ভেঙ্গে চ্যাম্পিয়ন ট্রফিতে খেলার ইচ্ছা ওয়ার্নারের


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৮:৫০ পিএম, ৯ জুলাই, ২০২৪
দল চাইলে অবসর ভেঙ্গে চ্যাম্পিয়ন ট্রফিতে খেলার ইচ্ছা ওয়ার্নারের

টি-টোয়েন্টি বিশ্বকাপ নবম আসর শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন  অস্ট্রেলিয়া ওপেনার ডেভিড ওয়ার্নার। তবে আগেই বলে রেখেছিলেন, ২০২৫ সালের চ্যাম্পিয়ন ট্রফি খেলার ইচ্ছা আছে তার। এবার সেই ইচ্ছাকে  চূড়ান্ত করলেন ওয়ার্নার। দল চাইলে অবসর ভেঙ্গে আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে চান ৩৭ বছর বয়সী এই বাঁ-হাতি ব্যাটার। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক বার্তা দিয়ে চ্যাম্পিয়ন্স খেলার ইচ্ছার কথা আবারো জানালেন ওয়ার্নার।

এ বছরের জানুয়ারিতে সিডনিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান ওয়ার্নার। এরপর ওয়ানডে থেকে অবসরের ঘোষনা দেন তিনি। ঐ সময় ওয়ার্নার জানিয়েছিলেন, টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিবেন। তবে দল প্রয়োজন মনে করলে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন।

এক বার্তায় ওয়ার্নার লিখেছেন, ‘অধ্যায় শেষ!! এত লম্বা সময় ধরে সর্বোচ্চ পর্যায়ে খেলা অবিশ্বাস্য এক অভিজ্ঞতা। অস্ট্রেলিয়া আমারই দল। ক্যারিয়ারের বেশির ভাগ সময় আন্তর্জাতিক ক্রিকেটেই খেলেছি। এটা আমার জন্য বিশাল সম্মানের। তিন সংস্করণেই একশর বেশি ম্যাচ খেলতে পারা ক্যারিয়ারের উল্লেখযোগ্য ব্যাপার।’

১৫ বছরের দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের পরিবার-বন্ধু ও ক্রিকেটের সাথে জড়িতদের ধন্যবাদ জানিয়েছেন ওয়ার্নার। তিনি লিখেন, ‘যাদের কারণে এতটা সম্ভব হয়েছে, সবার প্রতি কৃতজ্ঞতা। আমার স্ত্রী-কন্যা, যারা অনেক ত্যাগ স্বীকার করেছে, তাদের ধন্যবাদ। কেউই বুঝতে পারবে না, কিসের মধ্যে দিয়ে আমি দিন পার করেছি। ক্রিকেট সমর্থক যারা আছেন, আশা করি সত্যিকার অর্থেই আপনাদের বিনোদন দিতে পেরেছি এবং ক্রিকেটকে বদলে দিতে পেরেছি। বিশেষ করে টেস্ট ক্রিকেটে অন্যদের চেয়ে দ্রুত রান করেছি। আমাদের ভালোবাসার কাজটি সমর্থকদের ছাড়া আমরা করতেই পারতাম না। এজন্য কৃতজ্ঞতা।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার স্বপ্নে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাবার কথা জানান ওয়ার্নার, ‘আমি আপাতত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবো। যদি দলে সুযোগ পাই, তাহলে অস্ট্রেলিয়ার হয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে প্রস্তুতি আছি।’

তিন ফরম্যাট মিলিয়ে অস্ট্রেলিয়ার হয়ে ১১২ টেস্টে ৮৭৮৬ রান, ১৬১ ওয়ানডেতে ৬৮৩২ রান এবং ১১০ টি-টোয়েন্টিতে ৩,২৭৭ রান করেছেন ওয়ার্নার।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!