কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হয়েছিল উরুগুয়ে। ম্যাচটিতে কলম্বিয়ানদের কাছে ১-০ গোলে হেরেছে উরুগুয়েনরা। তবে ম্যাচ শেষে গ্যালারিতে থাকা কলম্বিয়ান সমর্থকদের পিটিয়েছেন উরুগুয়ের তারকা ফুটবলাররা। তাতেই বড় শাস্তির মুখে পড়তে যাচ্ছেন দেশটির ১১ ফুটবলার।
বৃহস্পতিবার ম্যাচ শেষে উরুগুয়ের কয়েকজন খেলোয়াড় ও কলম্বিয়ার সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। সেই ঘটনার জেরে একটি তদন্ত কমিটি করেছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন।
তদন্ত শুরুর কয়েক ঘণ্টা পরই জানা যায়, এই ঘটনায় ১১ খেলোয়াড়ের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
অভিযুক্ত খেলোয়াড়রা হলেন মাতিয়াস ভাইন, সান্তিয়াগো মেলে, ডারউইন নুনেজ, জোসে মারিয়া গিমেনেজ, ম্যাথিয়াস অলিভেরা, ফাকুন্দো পেলিস্ত্রি, রোনাল্ড আরাউজো, ব্রায়ান রদ্রিগেজ, এমিলিয়ানো মার্টিনেজ, রদ্রিগো বেন্তানকুর এবং সেবাস্তিয়ান কাসেরেস।
তবে এখনই সতর্কতা বা শাস্তিমূলক কোনো ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেয়া হচ্ছে না। তাই কানাডার বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও খেলতে বাধা নেই তাদের। অভিযোগের জবাব দেওয়ার শেষ দিন আগামী বুধবার ১৭ জুলাই।
তবে অভিযোগের জবাবে কনমেবল সন্তুষ্ট না হলে শাস্তি পেতে পারেন উরুগুয়ের অভিযুক্ত ফুটবলাররা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :