AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিরিজ জয় নিশ্চিত করতে চায় ভারত, সমতা জিম্বাবুয়ের


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:৩৭ পিএম, ১২ জুলাই, ২০২৪
সিরিজ জয় নিশ্চিত করতে চায় ভারত, সমতা  জিম্বাবুয়ের

প্রথম তিন ম্যাচ শেষে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। আগামীকাল চতুর্থ লড়াইয়ে জিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করতে চায় সফরকারী টিম ইন্ডিয়া। অন্যদিকে, জয় দিয়ে শুরুর পর পিছিয়ে পড়লেও, সিরিজে টিকে থাকতে মরিয়া স্বাগতিক জিম্বাবুয়ে। কালকের ম্যাচে যেকোন মূল্যে জয় চায় স্বাগতিকরা। হারারেতে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয়ের এক সপ্তাহের ব্যবধানে দ্বিপাক্ষীক সিরিজ থাকার কারনে দ্বিতীয় সারির দল জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নেমেই হারের লজ্জায় পড়ে ভারত। সিরিজের প্রথম ম্যাচেই ১৩ রানে হেরে যায় টিম ইন্ডিয়া। তবে পরের দুই ম্যাচে নিজেদের সেরা রূপে ফিরে আসে ভারত। দ্বিতীয় ম্যাচে ১০০ রানে ও তৃতীয় ম্যাচে ২৩ রানের জয় পায় টিম ইন্ডিয়া।

প্রথম দুই ম্যাচে বিশ্বকাপ জয়ী দলের খেলোয়াড়দের ছাড়াই খেলতে হয়েছে ভারতকে। তৃতীয় ম্যাচের আগে দলের সাথে যুক্ত হয়ে একাদশে সুযোগ পান যশস্বী জয়সওয়াল, শিবম দুবে এবং সঞ্জু স্যামসন। এদের মধ্যে বিশ^কাপ দলে থাকলেও, কোন ম্যাচ খেলার সুযোগ পাননি জয়সওয়াল ও স্যামসন। 

সিরিজের দ্বিতীয় ম্যাচে ওপেনার অভিষেক শর্মার বিধ্বংসী সেঞ্চুরিতে ২ উইকেটে ২৩৪ রান করলেও, তৃতীয়টিতে অধিনায়ক শুভমান গিলের হাফ-সেঞ্চুরিতে ৪ উইকেটে ১৮৪ রান করে ভারত। গিল ৪৯ বলে ৬৬ রান করেন। জবাবে ৬ উইকেটে ১৫৯ রান করে ম্যাচ হারে জিম্বাবুয়ে। বোলিংয়ে ভারতের স্পিনার ওয়াশিংটন সুন্দর ১৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন।

সিরিজের শুরুতে পিছিয়ে পড়েও, ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ায় খুশি গিল। চতুর্থ ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করতে চান তিনি, ‘আমরা সিরিজ জয় নিশ্চিত করার দ্বারপ্রান্তে। জয়ের ধারায় থেকে চতুর্থ ম্যাচে জিততে হবে আমাদের। এজন্য শেষ দুই ম্যাচের মত ভালো ক্রিকেট খেলতে হবে। জিম্বাবুয়ে ঘুড়ে দাঁড়াতে সর্বোচ্চ চেষ্টা করবে। চতুর্থ ম্যাচে বেশ লড়াই হবে। তবে আমরা জয়ের জন্যই মাঠে নামবো।’ 

সিরিজের টিকে থাকতে, চতুর্থ ম্যাচে জয়ের বিকল্প নেই জিম্বাবুয়ের। কিন্তু জয়ের জন্য ব্যাটার-বোলারদের একত্রে জ্বলে উঠার প্রত্যাশায় জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজার, ‘আমাদের সামনে সিরিজ হারের শঙ্কা। সিরিজে টিকে থাকতে হলে, জয়ের বিকল্প নেই। এজন্য ব্যাটার-বোলারদের একত্রে সেরা ক্রিকেট খেলতে হবে। শেষ দুই ম্যাচে আমরা কোন বিভাগেই ভালো খেলেনি। আশা করছি, সতীর্থরা নিজেদের সেরাটা উজার করে দিবে।’ 

ভারত দল : শুভমান গিল (অধিনায়ক), ঋুতুরাজ গায়কোয়াড়, অভিষেক শার্মা, রিঙ্কু সিং, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আভেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমার, তুষার দেশপান্ডে, যশস্বী জয়সওয়াল, শিবম দুবে ও সঞ্জু স্যামসন।

জিম্বাবুয়ে দল : সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, জোনাথান ক্যাম্পবেল, তেন্ডাই চাতারা, লুক জঙ্গি, ইনোসেন্ট কাইয়া, ক্লাইভ মাদান্ডে, ওয়েসলি মাধেভেরে, টাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্রান্ডন মাভুটা, বেøসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, আন্তুম নাকভি, রিচার্ড এনগারাভা ও মিল্টন শুম্বা।

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!