রেকর্ড ১৬তম কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলতে আগামী সোমবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় হার্ড রক স্টেডিয়ামে লিওনেল মেসির নেতৃত্বে কলম্বিয়ার মুখোমুখি হবে ডিফেন্ডেং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা আর্জেন্টাইন সমর্থকদের মনে এখন একটাই প্রশ্ন ফাইনালে কোন জার্সি গায়ে মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়নরা।
ভক্তদের মনে প্রশ্ন, আর্জেন্টিনা কোন জার্সি পরে খেলবে? তবে আর্জেন্টাইনদের জন্য সুসংবাদ। ২০২১ ও ২০২২ ফাইনালের মতই এই ফাইনালেও আকাশী-সাদা জার্সি ও সাদা রঙের শর্টস পরে খেলবে দলটি। দলটির পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।
সমর্থকদের সেই প্রশ্নের উত্তর দিয়েছে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। শুক্রবার (১২ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে গণমাধ্যমটি জানিয়েছে, ২০২১ সালের কোপা আমেরিকা ও ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের ফাইনালের জার্সি গায়েই মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
এর আগে ১৯৯০ বিশ্বকাপের ফাইনাল হেরে ম্যারাডোনার সেই কান্না এখনো চোখে ভাসে ফুটবল অনুরাগীদের। ২০১৪ বিশ্বকাপের ফাইনালেও মেসি-ডি মারিয়াদের হতাশাময় চেহারা এখনো পীড়া দেয় ভক্তদের। এই দুই ফাইনালে আর্জেন্টিনা এওয়ে জার্সি অর্থাৎ নীল জার্সি পরে খেলেছিল।
আর্জেন্টাইনদের কাছে ফাইনালের জন্য এই এওয়ে জার্সি অনেকটা অপয়া জার্সির মতই। ২০২১ কোপা আমেরিকার ফাইনাল এবং ২০২২ বিশ্বকাপের ফাইনালে সেই অপয়া জার্সি থেকে সরে এসে চিরাচরিত হোম জার্সি আকাশী-সাদা জার্সি পরে খেলে সাফল্য পেয়েছিল। এবার সেই জার্সি পরেই মাঠে নামবেন মেসি-ডি মারিয়ারা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :