AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চলে গেলেন অভিষেক ম্যাচে সেঞ্চুরি করা ক্রিকেটার


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৮:৩৬ পিএম, ১৪ জুলাই, ২০২৪
চলে গেলেন অভিষেক ম্যাচে সেঞ্চুরি করা ক্রিকেটার

পাকিস্তানের সাবেক ক্রিকেটার বিলি ইবাদুল্লাহ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৮ বছর। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট এবং ক্রিকেটপোর্টাল ইএসপিএনক্রিকইনফো খবরে তার মৃত্যুর বিষয়টি জানানো হয়। ইবাদুল্লাহ শুক্রবার মৃত্যুবরণ করেছেন লেখা হলেও কোথায় মৃত্যুবরণ করেছেন, এ বিষয়ে কিছু বলা হয়নি।

জানা যায়, পাকিস্তানের প্রথম খেলোয়াড় হিসেবে অভিষেকে সেঞ্চুরি করা এই ব্যাটসম্যান ১৯৬৪ থেকে ১৯৬৭ সালের মধ্যে চারটি টেস্ট খেলেছিলেন। পরবর্তী সময়ে ছিলেন পাকিস্তান ক্রিকেট দলের ম্যানেজারও।

১৯৬৪ সালের অক্টোবরে পাকিস্তান–অস্ট্রেলিয়ার করাচি টেস্টে অভিষেক হয় ইবাদুল্লাহর। সে ম্যাচে তার সঙ্গে ব্যাটিং ওপেন করেন আরেক অভিষিক্ত আবদুল কাদির। দুজনের উদ্বোধনী জুটিতে তোলা ২৪৯ রান সে সময় পাকিস্তানের হয়ে যেকোনো উইকেটে সর্বোচ্চ রান, ৬০ বছর পর এখনো যা টেস্ট ক্রিকেটে দুই অভিষিক্তের সর্বোচ্চ রানের জুটি।

অভিষেক টেস্ট ইনিংসে ১৬৬ রানের ইনিংস খেলা ইবাদুল্লাহ পরে আরও তিন ম্যাচ খেলে সর্বোচ্চ ৩২ রানের বেশি করতে পারেননি। অফ স্পিন বোলিংয়ে চার টেস্টে উইকেট ১টি। নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম স্টাফের তথ্য অনুসারে, ১৯৭৬ সালে ডুনেডিনে থিতু হন ইবাদুল্লাহ। সেখানে একটি প্রাইভেট ক্রিকেট কোচিং ক্লিনিকে দুই দশকের বেশি সময় ধরে কাজ করেন। তার হাতে ক্রিকেট শেখা কিশোর–তরুণদের অনেকে কিউই ক্রিকেটের বড় নাম হয়ে ওঠেন। এর মধ্যে ছিলেন গ্লেন টার্নার, রাদারফোর্ড, কেয়ার্নস ও ম্যাককালাম।


একুশে সংবাদ/ এস কে


 

 

Link copied!