AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ক্রিকেট খেলায় ‘দুসরা’ বল কী?


Ekushey Sangbad
শাহ আলম ডাকুয়া
০৬:৪০ পিএম, ১৫ জুলাই, ২০২৪
ক্রিকেট খেলায় ‘দুসরা’ বল কী?

                                                    ক্রিকেট খেলায় ‘দুসরা’ বল কী?

উর্দু ও হিন্দি ভাষায় দুসরা নামে বলা হয়। স্পিন বলের এই পদ্ধতিটি অফ স্পিনারদের জন্য অন্যতম কার্যকরি এক কৌশল। সাবেক পাক স্পিনার সাকলাইন মুশতাককে বিবেচনা করা হয় এই ‍‍`দুসরা‍‍`র আবিষ্কারক হিসেবে।

দুসরা হল ক্রিকেট খেলায় অফ স্পিন বোলারের করা একটি বিশেষ ধরনের বল। দুসরা অফ ব্রেকের (অফ স্পিনারের সাধারণ বল) বিপরীত দিকে স্পিন করে এবং ব্যাটসম্যান বিভ্রান্ত হয়ে খারাপ শট খেলে। হিন্দুস্তানি ভাষায় দুসরা অর্থ ‍‍`দ্বিতীয়টি‍‍`, বা ‍‍`অন্যটি‍‍`।

মুরলিধরন

কিভাবে এলো এই ‍‍`দুসরা‍‍` নামটি? কে দিয়েছিলেন ‍‍`স্পেশাল‍‍` এই বোলিং পদ্ধতিটির নাম? এসব প্রশ্নের উত্তর দিয়েছেন খোদ সাকলাইন মুশতাক। জানিয়েছেন সাবেক পাকিস্তানি উইকেটরক্ষক মঈন খান ভয়ানক পদ্ধতির এই বলটির নামকরণ করেছিলেন।

নিজের ইউটিউব চ্যানেলে এই রহস্য ফাঁস করেছেন সাকলাইন। তিনি বলেন, ‍‍`উইকেটের পিছনে দাঁড়িয়ে মঈন খান আমাকে বলে দিত, কখন ‘দুসরা’ করতে হবে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো দলের বিরুদ্ধে খেলার সময়ে আমাকে ‘দুসরা’ দেয়ার পরামর্শ দিতেন। আমিও সেই মতো ‘দুসরা’ ছাড়তাম।

সাকলাইন মুশতাক

তবে মঈন খানের এই চালাকি খাটতো না বাংলাদেশ কিংবা ভারতের বিপক্ষে ম্যাচের সময়। কেননা শব্দটির সঙ্গে পরিচিত এই দুই দেশ। সাকলাইন আরও বলেন, ‘কিন্তু মঈন খান ভারত বা বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে দুসরা দেয়ার কথা বলতো না। কারণ ভারত ও বাংলাদেশের ক্রিকেটাররা ‍‍`দুসরা‍‍` শব্দটার সঙ্গে পরিচিত ছিল’।

পরবর্তীকালে বিশ্বের অন্যান্য অফ স্পিনাররাও ‍‍`দুসরা‍‍` প্রয়োগ করা শুরু করেন। যা কিনা এখন বেশ প্রচলিত একটি বোলিং পদ্ধতি। তবে দুসরার মাধ্যমে উইকেট পাওয়াকে শিল্পের পর্যায়ে নিয়েছিলেন লংকান অফস্পিনার মুরালিধরন।

একুশে সংবাদ/এসএডি

 

Link copied!