ইংল্যান্ডকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা নিজেদের করে নিয়েছে স্পেন। গত রোববার ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে রেকর্ড চতুর্থবারের মতো শিরোপা জেতে তারা। ইউরোর সেরা একাদশে প্রাধান্য স্পেনের। ১১ জনের দলে ছয়জনই সুযোগ পেয়েছে চ্যাম্পিয়ন দল থেকে। ৪-৩-৩ ফর্মেশনে উয়েফা ইউরোর সেরা একাদশ প্রকাশ করে।
সেরা একাদশের আক্রমণভাগে রয়েছে তরুণ ফুটবলারদের আধিপত্য। ১৭ বছর বয়সী লামিনে ইয়ামাল, ২২ বছর বয়সী নিকো উইলিয়ামস রয়েছেন আক্রমণভাগে। আক্রমণভাগের অন্যজন হলেন ২১ বছর বয়সী জার্মানির জামাল মুসিয়ালা।
সেরা একাদশের মিডফিল্ডে যে তিনজন রয়েছেন তাদের সবাই স্পেনের ফুটবলার। টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ী রদ্রির সঙ্গে আছেন দানি ওলমো ও ফাবিয়ান রুইস। রক্ষণভাগে রয়েছেন কাইল ওয়াকার, উইলিয়াম সালিবা, মানুয়েল আকাঞ্জি ও মার্ক কুকুরেইয়া। গোলরক্ষক হিসেবে সুযোগ পেয়েছেন ফ্রান্সের মাইক মিঁয়া।
ইউরো ২০২৪-এর সেরা একাদশ:
মাইক মিঁয়া (ফ্রান্স), কাইল ওয়াকার (ইংল্যান্ড), উইলিয়াম সালিবা (ফ্রান্স), মানুয়েল আকাঞ্জি (সুইজারল্যান্ড), মার্ক কুকুরেইয়া (স্পেন), রদ্রি (স্পেন), দানি ওলমো (স্পেন), ফাবিয়ান রুইস (স্পেন), লামিনে ইয়ামাল (স্পেন), জামাল মুসিয়ালা (জার্মানি) ও নিকো উইলিয়ামস (স্পেন)
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :