AB Bank
ঢাকা রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আগামী ২৬ অক্টোবর বাফুফের নির্বাচন


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৬:৩৭ পিএম, ১৭ জুলাই, ২০২৪
আগামী ২৬ অক্টোবর বাফুফের নির্বাচন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ প্রায় শেষের দিকে। তবে কবে নাগাদ নির্বাচন হবে, সে বিষয়ে ধোঁয়াশা ছিল। অবশেষে বাফুফে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। 

আজ (১৭ জুলাই) নির্বাহী কমিটির বৈঠক শেষে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন, আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে এবারের নির্বাচন।

বাফুফের সভা শেষে কাজী সালাউদ্দিন বলেন, ‍‍`আজ আমাদের সভায় নির্বাচনের দিন-তারিখ নিয়ে আলোচনা হয়েছে। আগামী ২৬ অক্টোবর বাফুফের নির্বাচন হবে। নির্ধারিত সময়ের তিন সপ্তাহ পরে আমরা নির্বাচন করছি।‍‍`

নির্বাচন কেন পেছানো হয়েছে সে বিষয়ে বাফুফে সভাপতি বলেন, ‍‍`নারী টি-২০ বিশ্বকাপ এবং আগস্ট মাসের জন্য নির্বাচন পেছানো হয়েছে। কারণ নারী টি-২০ বিশ্বকাপের জন্য হোটেল ভাড়া বৃদ্ধি করা হবে। অন্যদিকে আগস্ট হচ্ছে শোকের মাস। তার জন্য নির্বাচনের তারিখ পেছানো হয়েছে।‍‍`

সালাউদ্দিন আরো বলেন, ‍‍`নারী বিশ্বকাপের সময় নির্বাচনের ভেন্যু পাওয়া নিয়ে সংকট থাকবে। তখন হোটেল ভাড়াও বেশি থাকবে। এছাড়া নির্বাচনের এক মাস আগে থেকে অনেক কাজ থাকে। আমাদের অনেক সদস্য পার্লামেন্ট মেম্বার। তারা সেই সময় ব্যস্ত থাকবেন। তাই আমরা ৩ অক্টোবরের পরিবর্তে আগামী ২৬ অক্টোবর নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।‍‍`

টানা ১৬ বছর ধরে বাফুফের সভাপতি পদে আছেন কাজী সালাউদ্দিন। নানা সময়ে বিভিন্ন বিতর্কের মুখোমুখিও হয়েছেন সালাউদ্দিন। আগামী নির্বাচনে তিনি অংশ নিবেন কি না এমন প্রশ্নও উঠেছে এবার। তবে এমন প্রশ্নের সরাসরি কোনও জবাব দেননি কাজী সালাউদ্দিন। এ বিষয়ে তিনি বলেন, ‍‍`আমার কি এই প্রশ্নের উত্তর দেওয়ার কথা? এটা আমার ব্যক্তিগত ব্যাপার।‍‍`

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!