AB Bank
ঢাকা শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ১৬ ভাদ্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দক্ষিণ এশিয়ান টার্গেট বলে দুই বিভাগে বাংলাদেশের সাফল্য


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৪:৪০ পিএম, ১৮ জুলাই, ২০২৪
দক্ষিণ এশিয়ান টার্গেট বলে দুই বিভাগে বাংলাদেশের সাফল্য

দক্ষিণ এশিয়ান টার্গেট বল চ্যাম্পিয়নশিপের নারী ও পুরুষ দুই বিভাগেই বাংলাদেশ টার্গেট বল দল চ্যাম্পিয়ন হয়েছে।

নেপালে অনুষ্ঠিত উপমহাদেশীয় টার্গেট বলের এই চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে নারী বিভাগের শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশ দল ১২-৮ গোলের ব্যবধানে স্বাগতিক নেপালকে পরাজিত করে।অন্যদিকে পুরুষ বিভাগের খেলায়  ২০-১৬ পয়েন্টে ভারতকে পরাজিত করে বাংলাদেশ পুরুষ দল।   

জোড়া সাফল্যর পর বাংলাদেশ টার্গেট বল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম বলেছেন, দক্ষিণ এশিয়ায় আয়োজিত প্রথমবারের মতো এ প্রতিযোগিতার দুই বিভাগেই বাংলাদেশ অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেছে।

তিনি আরো বলেন, এ সাফল্যের কৃতিত্ব খেলোয়াড়দের। আসরে অংশগ্রহণের জন্য পৃষ্ঠপোষক হিসেবে আমাদের পাশে দাঁড়িয়েছিল অ্যাড-টাচ। আমরা প্রতিষ্ঠানটির কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি।

টার্গেট বল অনেকটা হ্যান্ডবলের মত। হ্যান্ডবলে ফুটবলের মত পোস্টে গোল করতে হয়। টার্গেট বলে পোস্টের পরিবর্তে একটি দণ্ডের ওপর বৃত্তাকার নিশানায় বল ফেলতে হয়।

বাংলাদেশে টার্গেট বল খেলাটির চর্চা শুরু হয়েছে বেশি দিন হয়নি। দক্ষিণ এশিয়ান পর্যায়ের এ সাফল্য ভবিষ্যতে দেশে খেলাটির প্রসারে ভূমিকা রাখবে বলে টার্গেট বল এসোসিয়েশনের কর্মকর্তারা আশাবাদী।

একুশে সংবাদ/ এস কে

Link copied!