AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অলিম্পিক শুরুর আগেই দেখা দিয়েছে করোনা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:৪০ পিএম, ২৫ জুলাই, ২০২৪
অলিম্পিক শুরুর আগেই দেখা দিয়েছে করোনা

প্যারিস অলিম্পিক শুরু হওয়ার আগেই দেখা দিয়েছে করোনা। অস্ট্রেলিয়ার ওয়াটার পোলোর মহিলা দলের পাঁচ খেলোয়াড় আক্রান্ত হয়েছেন এ ভাইরাসে। সুস্থ হওয়ার পর অনুশীলনে নামবেন তারা। কোভিডের জন্য ২০২০ সালে অলিম্পিক আয়োজন করতে পারেনি জাপান। এক বছর পিছিয়ে ২০২১ সালে হয়েছিল টোকিও অলিম্পিক। এবারের অলিম্পিক শুরু হওয়ার আগেই কোভিড হানা দিল গেমস ভিলেজে। 

বিভিন্ন দেশের খেলোয়াড়রা এরই মধ্যে আসতে শুরু করেছেন। অস্ট্রেলিয়া দলের দু’জন কোভিড সংক্রমিত হয়েই প্যারিসে এসেছিলেন। অস্ট্রেলিয়ার ওয়াটার পোলোর পুরুষ দলের দুই সদস্য জ্বর নিয়ে প্যারিসের বিমানে উঠেছিলেন।

উপসর্গ দেখে চিকিৎসকদের সন্দেহ হওয়ায় কোভিড পরীক্ষার নির্দেশ দিয়েছিলেন। সেই পরীক্ষার ফল পজিটিভ হয়েছে। কোভিড পরীক্ষার ফল আসার পর অসুস্থ খেলোয়াড়দের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এবার মহিলা দলের পাঁচ জন আক্রান্ত হলেন।

অস্ট্রেলিয়ার ওয়াটার পোলো দলের সকলের কোভিড পরীক্ষা করানো হয়েছে। সকলকে মাস্ক পরতে বলা হয়েছে। অস্ট্রেলিয়া দলের প্রধান আনা মেয়ার্স তাদের শিবিরে কোভিড হানার কথা মেনে নিয়েছেন।

মেয়ার্স বলেন, ‘আমাদের দু’জন ওয়াটার পোলো খেলোয়াড় অসুস্থ। সোমবার রাতে রিপোর্ট পাওয়া গেছে। ওদের আলাদা রাখার ব্যবস্থা করা হয়েছে। দলের বাকিদের কোনো সমস্যা নেই। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’

তিনি আরো বলেন, ‘সাবধানতা হিসাবে দলের বাকিদের সঙ্গে এখন মিশতে বারণ করা হয়েছে। তবে পরিস্থিতি টোকিয়োর মতো নয়। কোভিড এখন অন্যান্য ফ্লুয়ের মতোই হয়ে গিয়েছে। তাই আতঙ্কের কিছু নেই। দু’দিন পর থেকেই ওরা দলের অনুশীলনে যোগ দেবে।’

একুশে সংবাদ/ এস কে

Link copied!