AB Bank
ঢাকা রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশ সফরে আসছে আরব আমিরাত


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০২:৪৫ পিএম, ২৬ জুলাই, ২০২৪
বাংলাদেশ সফরে আসছে আরব আমিরাত

বাংলাদেশ ক্রিকেটের পাইপলাইন শক্ত করতে বয়সভিত্তিক ক্রিকেটে মনোযোগ বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি মাসে যুবাদের প্রধান কোচ হিসেবে ঢাকায় পা রেখেছেন নাভিদ নেওয়াজ। তার নেতৃত্বে ৩৯ ক্রিকেটারকে নিয়ে বিকেএসপিতে শুরু হয়েছে অনুশীলন।  অনুশীলনের পর যুবা ক্রিকেটারদের দিতে হবে পরীক্ষা। যেখানে তাদের প্রথম প্রতিপক্ষ হবে সংযুক্ত আরব আমিরাত।

আগামী অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে আরব আমিরাত যুবা ক্রিকেটাররা। আসন্ন এই সফরে একটি তিন দিনের ম্যাচ ও চারটি ওয়ানডে আছে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অনূর্ধ্ব ১৯ দলের নির্বাচক এহসানুল হক সেজান। তিনি বলেন, ‘অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। তাদের বিপক্ষে একটা তিন দিনের ম্যাচ আছে। এ ছাড়া চারটি ওয়ানডে আছে। ওটাই আমাদের যুবাদের প্রথম সিরিজ।’

এহসানুল হক সেজান জানালেন তাদের লক্ষ্য এখন দল বাছাই করা, ‘আর এটার ওপর ভিত্তি করে ২৮ দল ক্রিকেটার নিয়ে প্রাকটিস করছি। আর বাকি ১১ জন পরীক্ষা দিচ্ছে তো যখন বাকিদেরও অনুশীলনের মধ্যে আনতে পারব তখন আমরা দলটাকে মোটামুটি গুছিয়ে আনবো। টোটাল ২৮ জনের দল থাকবে। আগস্টের পরে সেপ্টেম্বরে একটা দল গড়ে ফেলব। দলটা ২২-২৪ বা ২৮-২৮ হতে পারে। ক্রিকেটারদের ওপর নির্ভর করবে আরকি।’
 

একুশে সংবাদ/ এস কে


 

 

Link copied!