AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লজ্জার হারে এশিয়া কাপ থেকে বাংলাদেশের বিদায়


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:১৩ পিএম, ২৬ জুলাই, ২০২৪
লজ্জার হারে এশিয়া কাপ থেকে বাংলাদেশের বিদায়

২০১৮ সালের মহিলা এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের কাছে হেরে রানার্স হতে হয়েছিল ভারতকে। এবার ২০২৪ মহিলা এশিয়া কাপের সেমিফাইনালে সেই বাংলাদেশকে উড়িয়ে ফাইনালে উঠল ভারতীয় দল। শুক্রবার ডাম্বুলায় বাংলাদেশক বিধ্বস্ত করে এশিয়া কাপের খেতাবি লড়াইয়ে জায়গা করে নেন হরমনপ্রীত কৌররা।

সেমিফাইনালে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। যদিও শুরু থেকেই ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে তারা। ফলে একবারের জন্যও রান তোলার গতি বাড়াতে পারেনি বাংলাদেশ। শেষমেশ ক্যাপ্টেন নিগার সুলতানার ঠুকঠুকে ইনিংসের সুবাদে কোনও রকমে ৮০ রানের গণ্ডি ছুঁয়েই থামতে হয় বাংলাদেশকে। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৮০ রান সংগ্রহ করে।

ক্যাপ্টেন নিগার দলের হয়ে সব থেকে বেশি ৩২ রান করে আউট হন। যদিও তিনি ৫১টি বল খরচ করেন। টেস্টসুলভ ইনিংসে নিগার মোটে ২টি চার মারেন। এছাড়া ১৮ বলে ১৯ রান করে নট-আউট থাকেন স্বর্ণা আক্তার। তিনিও ২টি চার মারেন। বাংলাদেশের আর কোনও ব্যাটার দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি।

দিলারা আক্তার ৬, মুর্শিদা খাতুন ৪, ইশমা তানজিম ৮, রুমনা আহমেদ ১, রাবেয়া খান ১ ও ঋতু মণি ৫ রান করেন। খাতা খুলতে পারেননি নাহিদা আক্তার ও মারুফা আক্তার। বাংলাদেশের ব্যাটাররা সারা ইনিংসে মোটে ৬টি চার ও ১টি ছক্কা মারেন।

ভারতের হয়ে রেনুকা সিং ঠাকুর ৪ ওভারে ১টি মেডেন-সহ ১০ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। সেই সুবাদে মেয়েদের এশিয়া কাপের একটি আসরে সব থেকে বেশি উইকেট নেওয়া পেসারে পরিণত হন তিনি। ৪ ওভারে ১টি মেডেন-সহ ১৪ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন রাধা যাদব। ১টি করে উইকেট পকেটে পোরেন পূজা বস্ত্রকার ও দীপ্তি শর্মা।

বাংলাদেশের ঝুলিয়ে দেওয়া লক্ষ্যমাত্রা টপকে জয় তুলে নিতে ভারতের বিন্দুমাত্র অসুবিধা হয়নি। পালটা ব্যাট করতে নেমে ভারতীয় দল মাত্র ১১ ওভারে কোনও উইকেট না হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। অর্থাৎ, ৫৪ বল বাকি থাকতে বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে ভারত।

শেফালি বর্মা ২৮ বলে ২৬ রানের সতর্ক ইনিংস খেলে নট-আউট থাকেন। তিনি ২টি চার মারেন। ৩৯ বলে ৫৫ রানের আগ্রাসী ইনিংস খেলে নট-আউট থাকেন স্মৃতি মন্ধনা। তিনি ৯টি চার ও ১টি ছক্কা মারেন।


একুশে সংবাদ/ এস কে

Link copied!