AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে শোয়েবের বিদায়ের ইঙ্গিত


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৯:১৫ পিএম, ২৬ জুলাই, ২০২৪
আন্তর্জাতিক ক্রিকেট থেকে শোয়েবের বিদায়ের ইঙ্গিত

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক অলরাউন্ডার শোয়েব মালিক। ক্রিকেটের দুই ফর্মেট থেকে  আগেই অবসর ঘোষণা করা মালিক ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়ে গেছে।

মালিক বলেন,‘না, পাকিস্তান দলে ফেরার আমার আর কোন ইচ্ছে নেই। পাকিস্তানের হয়ে দীর্ঘ ক্যারিয়ার নিয়ে আমি খুশি ও সন্তুষ্ট।’

তিনি আরো বলেন, ‘ক্রিকেটের দুই ফর্মেট থেকে(ওয়ানডে ও টেস্ট) আমি আগেই অবসর নিয়েছে।  আমি অনেক ক্রিকেট  লিগে খেলছি এবং আমার সময়টা উপভোগ করছি। আমি যেখানেই  খেলার সুযোগ পাব আমি সর্বোচ্চটা খেলার চেষ্টা করব।’

টি-টোয়েন্টি ক্রিকেট থেকে তার অবসরের বিষয়ে প্রশ্ন করা হলে সাবেক এ অধিনায়ক সব ফর্মেট তেকেই অবসরের ইঙ্গিত দেন।

তিনি বলেন, ‘আমার কোন ইচ্ছে নেই, যেটা আমি আগের সাক্ষাৎকারে বলেছি। আমি আনুষ্ঠানিকভাবে ক্রিকেটের সব ফর্মেট থেকেই অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দেব।’

৪২ বছর বয়সী মালিক পাকিস্তানের হয়ে ১২৪ টি-টোয়েন্টি ম্যাচে নয়টি হাফসেঞ্চুরিসহ ১২৫ দশমিক ৬৪ স্ট্রাইক রেটে ৩১ দশমিক ২১ গড়ে  মোট ২ হাজার ৪৩৫ রান করেছেন।

ঘরোয়া ক্রিকেটে ৫৪২ ম্যাচে ৮৩টি অর্ধশকসহ ১৩ হাজার ৩৬০ রান করেছেন। সংক্ষিপ্ত ভার্সনে বর্তমানে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক পাকিস্তানের সাবেক এ অধিনায়ক। তালিকার শীর্ষে রয়েছেন  ৪৬৩ ম্যাচে ১৪ হাজার ৫৬২ রান করা ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল।


একুশে সংবাদ/ এস কে


 

 

Link copied!