AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অস্ট্রেলিয়ায় এ্যাশেজ খেলতে চান আরচার


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৯:৪৫ পিএম, ২৬ জুলাই, ২০২৪
অস্ট্রেলিয়ায় এ্যাশেজ খেলতে চান আরচার

পিঠে এবং কনুই ইনজুরির কারণে গত তিন বছর যাবত টেস্ট ক্রিকেট থেকে  দূরে আছেন ইংল্যান্ড পেসার আরচার।  ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে লংগার ভার্সন খেলছেন না তিনি। তবে সংক্ষিপ্ত ভার্সন দিয়ে আবারো মাঠে ফেরা এ পেসার আবারো  টেস্ট ক্রিকেটে ফিরতে চান। অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠেয় ২০২৫-২৬ এ্যাশেজে খেলতে চান আরচার।  

সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড দলের সদস্য ছিলেন আরচার। যা থেকে আবারো টেস্ট ক্রিকেটে ফেরার বিষয়ে  আশান্বিত তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে বাউন্সি পিচে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের বড় সম্পদ হবেন আরচার। 

ইংল্যান্ড আরচারের কাজের চাপ কমানোর বিষয়ে সতর্ক থাকবে এবং ২০২৪ সালে লাল বলের ক্রিকেট খেলবেন না তিনি। আগামী এ্যাশেজ ট্যুর সম্পর্কে আলোচনায় আরচার বলেন, ‘অন্তত একটা সম্ভাবনা নিশ্চিত করতে আমি এ বছর  বিশ্রামে থাকছি। আশা করছি পরবর্তী এ্যাশেজ খেলবো।’

২০২১ ওয়ানডে বিশ^কাপ জয়ী  ইংল্যান্ডের হয়ে গুরুত্বপূর্ন ভুমিকা  পালন করেন আরচার।  ইংল্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর রব কি গত এপ্রিলে বলেছেন, আগামী বছর নিজ মাঠে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ হভে আরচারের জন্য বাস্তব সম্মত লক্ষ্য। 

পরবর্তী  গ্রীষ্মে প্রথম শ্রেনীর ক্রিকেট খেলার ইচ্ছেও প্রকাশ করেন আরচার। বিষয়টি ব্যাখ্যা করে  তিনি বলেন, ‘আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমি অন্তত নিজেকে ফিট করার সর্বোচ্চ  চেষ্টা করব।


একুশে সংবাদ/ এস কে


 

 

Link copied!