প্যারিসের রাজা তিনি, প্যারিসের সম্রাট তিনি- আর সেই রাফায়েল নাদালের সামনে সব প্রথা ভেঙে চুরমার হয়ে গেল। সাধারণত অলিম্পিকের টর্চ রিলের লাস্ট ল্যাপে থাকেন আয়োজক দেশের অ্যাথলিটরা। কিন্তু প্যারিস অলিম্পিকের শেষ ল্যাপে নাদালের হাতে দেওয়া হল অলিম্পিকের টর্চ। আর তাতে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা। স্প্যানিশ হলেও প্যারিস যে নাদালকে নিজের ঘরের ছেলে ভাবে, সেটা আবারও প্রমাণ করার জন্য আয়োজকদের ভূয়সী প্রশংসা করেছেন তাঁরা।
শুধু তাই নয়, যে কায়দায় নাদালের হাতে অলিম্পিকের টর্চ তুলে দেওয়া হয়েছে, সেই মুহূর্তটাও আইকনিক হয়ে গিয়েছে। কারণ মোহময়ী আইফেল টাওয়ারের সামনে নাদালের হাতে অলিম্পিকের টর্চ তুলে দেন ফ্রান্সের ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড়। যে দৃশ্যটাকে আইকনিক বললেও একটু বাড়াবাড়ি হবে না।
এক নেটিজেন বলেন, ‘যে কয়েকজন অলিম্পিকের টর্চকে শেষটুকু নিয়ে গেলেন, তাদের মধ্যে একজন স্প্যানিশ অ্যাথলিট থাকলেন??? রাফায়েল নাদাল। ১৪টি রোলা গারোঁ খেতাব জিতেছেন। উনি ম্যালোর্কায় জন্মগ্রহণ করতে পারেন। কিন্তু প্যারিস চিরকাল ওনার বাড়ি হয়ে থাকবে।’
অপর এক নেটিজেন বলেন, ‘স্প্যানিশ হলেও রাফায়েল নাদালের শ্রেষ্ঠত্বের সঙ্গে এতটাই অঙ্গাঙ্গীভাবে জড়িত প্যারিস যে তিনি ফ্রান্সে অলিম্পিক্সের টর্চ রিলের একেবারে শেষপর্যায়ে থাকলেন। সাধারণত যে দেশে অলিম্পিকের আয়োজন করছে,সেই দেশের অ্যাথলিটরাই অলিম্পিকের টর্চের শেষ হাতবদলের দায়িত্ব পালন করে থাকেন।’
নাদালের হাতে যখন অলিম্পিকের টর্চ তুলে দেন জিদান, সেই ঐতিহাসিক মুহূর্তের ছবি পোস্ট করে এক নেটিজেন বলেন, `২০০৫ সালে রোলা গারোঁতে প্রথম খেতাব জয়ের পরে রাফায়েল নাদালের হাতে ট্রফি তুলে দিয়েছিলেন জিনেদিন জিদান। প্রায় ২০ বছর পরে আজ প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে রাফার (নাদালের ডাকনাম) হাতে অলিম্পিকের টর্চ তুলে দিলেন জিজু (জিদানের ডাকনাম)। ইতিহাসের অন্যতম সেরা অ্যাথলিটকে সম্মান প্রদর্শন করলেন জিদান এবং অন্যান্য ক্রীড়াবিদরা।`
অপর এক নেটিজেন আবার বলেন, `রাফা নাদালের হাতে অলিম্পিকের টর্চ তুলে দিচ্ছেন জিনেদিন জিদান। আমি খুব খুশি যে রাফাকে এই সম্মান প্রদর্শন করা হচ্ছে। বছরের পর বছর ধরে উনি সব খেলার দুর্দান্ত ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে থেকেছেন। ভ্যামোস।` অপর এক নেটিজন আবার অলিম্পিক টর্চ হাতে নাদাল এবং জিদানের আলিঙ্গনের ছবি পোস্ট করে লেখেন, ‘আইকনিক ছবি, আইকনিক ছবি।’
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :