AB Bank
ঢাকা রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গ্লোবাল টি-টোয়েন্টি, বল হাতে উজ্জল শরিফুল


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৪:২৩ পিএম, ২৭ জুলাই, ২০২৪
গ্লোবাল টি-টোয়েন্টি, বল হাতে উজ্জল শরিফুল

কানাডায়  গ্লোবাল টি-টোয়েন্টিতে বাংলা টাইগার্স মিসিসাগারের প্রথম ম্যাচে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান ব্যাট-বল হাতে হতাশ করলেও, বোলিংয়ে ভালো করেছেন আরেক বাংলাদেশি পেসার শরিফুল ইসলাম।

গতরাতে ব্রাম্পটনে অনুষ্ঠিত ম্যাচে মন্ট্রিয়েল টাইগার্সের মুখোমুখি হয় সাকিব-শরিফুলের বাংলা টাইগার্স মিসিসাগার। ম্যাচটি ৩৩ রানে হেরেছে বাংলা টাইগার্স মিসিসাগার।

টস জিতে প্রথমে বোলিং বেছে নেন বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব। প্রথম ওভারেই শরিফুলকে আক্রমনে আনেন সাকিব। প্রথম ওভারে ৩ রান দিলেও, পরের ওভারে মেডেন নেন শরিফুল। এরপরের পরের দুই ওভারে ১৩ রান দিয়ে ১ উইকেট নেন শরিফুল। ফলে ৪ ওভারে ১ মেডেনে ১৬ রান দিয়ে ১ উইকেট নেন শরিফুল। ১৫টি ডট বল দেন শরিফুল। তবে বল হাতে পুরোপুরি ব্যর্থ ছিলেন সাকিব। ৪ ওভারে ৩০ রান দিয়ে উইকেটশূন্য থাকেন তিনি।

চার ব্যাটারের চল্লিশোর্ধ ইনিংসের সুবাদে ২০ ওভারে ৬ উইকেটে ১৮৯ রানের সংগ্রহ পায় মন্ট্রিয়েল টাইগার্স। নিউজিল্যান্ডের টিম সেইফার্ট ২৪ বলে সর্বোচ্চ ৪৪ রান করেন।

১৯০ রানের জবাবে ৮ উইকেটে ১৫৬ রান করে ম্যাচ হারে বাংলা টাইগার্স। দলের পক্ষে ৩৯ বলে ৬৪ রান করেন আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ। তিন নম্বরে ব্যাট হাতে নেমে ৬ বলে ৩ রান করেন সাকিব। নয় নম্বরে নেমে ১টি ছক্কায় ৪ বলে অপরাজিত ৮ রান করেন শরিফুল।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!