ব্যাট হাতে সাকিব আল হাসান জ্বলে উঠতে পারছেনই না, বল হাতেও উইকেট পাচ্ছিলেন না টানা চার ম্যাচ ধরে। এবার আক্ষেপ হয়তো ঘুচেছে, রোববার (২৮ জুলাই) বল হাতে ম্যাচজয়ী পারফরম্যান্স উপহার দিয়েছেন তিনি।
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ভ্যানকুভার নাইটসের বিপক্ষে শুরুতে ব্যাট হাতে ব্যর্থ হন সাকিব। ৪ বল খেলে মাত্র ২ রান করে আউট হন তিনি। তবে ইফতিখার আহমেদের ফিফটি ও হজরতউল্লাহ জাজাইদের ব্যাটে ভর করে ৭ উইকেটে ১৫২ রান করে বাংলা টাইগার্স। ইফতিখার ৫০ ও জাজাই ৩৩ রান করেন।
জবাবে ৬ উইকেটে ১৩০ রান করতে সক্ষম হয় ভ্যানকুভার। দলের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেন হার্শ ঠাকের। ২৯ রান আসে ডোয়াইন প্রিটোরিয়াসের ব্যাট থেকে। সাকিব ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে নেন ৩ উইকেট। বাকিদের মধ্যে ডেভিড ভিসে, শরিফুল ইসলাম ও গুরপাল সিধু একটি করে উইকেট পান। ম্যাচসেরা হন ইফতিখার।
আগের চার ম্যাচে মাত্র ৪৫ রান করেন সাকিব। উইকেট নিতে পারেননি একটিও।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :