নারী এশিয়া কাপের ফাইনাল আজ। ডাম্বুলায় শিরোপার মঞ্চে মুখোমুখি হবে ভারত ও শ্রীলংকা। স্বাগতিক লঙ্কানদের হারিয়ে অষ্টম শিরোপা উৎসব করতে মুখিয়ে হারমানপ্রীত-মান্ধানারা। অন্যদিকে প্রশম শিরোপা উৎসব করতে ছেড়ে কথা বলবে না স্বাগতিকরা।
আজকের ফাইনালে লাল-সবুজের প্রতিনিধি হিসেবে থাকবেন আম্পায়ার সাথিরা জাকির জেসি। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।
এবারের আসরের ফাইনালে টিম ইন্ডিয়া তাদের অষ্টম আর শ্রীলংকা প্রথম শিরোপার খোঁজে মাঠে নামবে। শিরোপা নির্ধারণী এই ম্যাচটিতে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন জেসি।
চলমান এশিয়া কাপে এর আগেও অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব সামলেছেন জেসি। এ ছাড়াও আরো দুই ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে দেখা গেছে বাংলাদেশের সাবেক এই ক্রিকেটারকে।
ক্রিকেটে নারী আম্পায়ার ধারণা নতুন না হলেও বাংলাদেশের আম্পায়ারিংয়ে এটিকে নতুনই বলা চলে। চলতি বছরের মার্চ মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রথমবারের মতো দুই নারী আম্পায়ার জেসি ও মিশু চৌধুরিকে নিয়োগ দেয়। এরপর প্রথমবারের মতো আইসিসিও তাদের আম্পায়ারিং ডেভলপমেন্ট প্যানেলে যুক্ত করে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :