AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অবসর ভেঙে ক্রিকেটে ফিরছেন দিয়ান্দ্রা ডটিন


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:৫৩ পিএম, ২৮ জুলাই, ২০২৪
অবসর ভেঙে ক্রিকেটে ফিরছেন দিয়ান্দ্রা ডটিন

চলতি বছরের শেষ দিকেই বাংলাদেশে অনুষ্ঠিত হবে মেয়েদের টি-২০ বিশ্বকাপ। আর এই বিশ্বকাপ শুরুর কয়েক মাস আগে বড়সড় সুখবর পেল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ভক্তরা। তাদের মেয়েদের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা অলরাউন্ডার দিয়ান্দ্রা ডটিন। তিনি ২০২২ সালেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করে দিয়েছিলেন। কিন্তু দুই বছরের মাথাতে তিনি সেই অবসর ভেঙে ফেরার কথা জানিয়েছেন।

টি-২০ বিশ্বকাপের আগেই তাঁর এই ঘোষণা নিঃসন্দেহে অক্সিজেন জোগাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে। অবসর ভাঙার সিদ্ধান্তের পাশাপাশি তিনি যে টি-২০ বিশ্বকাপে খেলতে প্রস্তুত আছেন তাও জানিয়েছেন তিনি। উল্লেখ্য ২০২২ সালের অগস্ট মাসে তিনি অবসর নিয়েছিলেন। আর ২০২৪ সালের জুলাইতেই ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা জানালেন।

২০২২ সালের কমনওয়েলথ গেমসে তিনি বার্বাডোসকে নেতৃত্ব দিয়েছিলেন। তারপর আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। এই বছরের অক্টোবর মাসে বাংলাদেশে অনুষ্ঠিত হবে মেয়েদের টি-২০ বিশ্বকাপ। সেই বিশ্বকাপে খেলার লক্ষ্য নিয়েই তিনি ফের ফিরতে চলেছেন।

৩৩ বছর বয়সী ডটিন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে একটি চিঠি লিখেছেন। সেই চিঠি লিখে তিনি জানিয়েছেন, ‍‍`দেশের হয়ে প্রতিনিধিত্ব করা সবসময়ে গর্বের বিষয়। ক্রিকেট খেলাটা আমার কাছে সবথেকে বড় প্যাশন। আমার কাছে সবথেকে গর্বের বিষয়। আমি অনেক ভেবেছি। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের বিভিন্ন কর্তার সঙ্গে আমি আলোচনা করেছি। করার পরেই আমি এই সিদ্ধান্ত বদলের কথা ভেবেছি। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রেসিডেন্ট কিশোর স্যালোর সঙ্গেও আমার কথা হয়েছে। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমি ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছি।‍‍`

তিনি আরও যোগ করেন, ‘আমি নিশ্চিত আমার অভিজ্ঞতা, আমার স্কিল দিয়ে আমি দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হব। যেমনভাবে আমি অতীতে পারফরম্যান্স করেছি, তেমনভাবে ভবিষ্যতেও পারফরম্যান্স করতে পারব। আমি প্রতিটি অনুশীলনে আমার সেরাটা উজাড় করে দেব। দেশের হয়ে আমার সেরা পারফরম্যান্স করার অঙ্গীকার করছি আমি। আমার দেশের মহিলা ক্রিকেটের উন্নতিতে আমি গুরুত্বপূর্ণ অবদান রাখতে প্রস্তুত।’

২০২২ সালে দলের পরিস্থিতির দোহাই দিয়ে তিনি অবসর নিয়েছিলেন। তিনি আন্তর্জাতিক ক্ষেত্রে ১৪৩টি ওয়ান ডে এবং ১২৭টি টি-২০ ম্যাচ খেলেছেন। মেয়েদের টি-২০ ক্রিকেটে দ্রুততম শতরান করার নজির গড়েছিলেন তিনি। ৩৮ বলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান করেছিলেন তিনি। পাশাপাশি ওয়ান ডেতে ৭২ এবং টি-২০‍‍`তে ৬২টি উইকেটও রয়েছে তাঁর ঝুলিতে।
 

একুশে সংবাদ/ এস কে

Link copied!