AB Bank
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অলিম্পিকে রবিউলের পরীক্ষা আজ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:২০ পিএম, ২৮ জুলাই, ২০২৪
অলিম্পিকে রবিউলের পরীক্ষা আজ

আজ দুপুর সোয়া ৩টায় ১০ মিটার পুরুষ এয়ার রাইফেল ইভেন্টে খেলবেন বাংলাদেশি শুটার রবিউল ইসলাম। অর্থাৎ পদকের জন্য বাংলাদেশের আনুষ্ঠানিক লড়াই শুরু হচ্ছে আজ।আরচ্যার সাগর ইসলাম সরাসরি নিজ যোগ্যতায় খেলছেন। শুটার রবিউলও ছিলেন প্রায় দোরগোড়ায়। অলিম্পিক শুটিংয়ের বাছাইয়ে মাত্র ০.৩ স্কোর পিছিয়ে থাকায় তার সরাসরি খেলা হয়নি।

আরচ্যার সাগর ইসলামের মতো শুটার রবিউলেরও প্রত্যাশা শেষ আটে খেলা। শেষ আটে উঠতে পারলে পদকের লড়াই উন্মুক্ত। প্যারিস এসেও সেই আশার বাণীই শোনালেন রবিউল। তিনি বলেন, ‘নিয়মিত অনুশীলন করছি। আত্মবিশ্বাস রয়েছে।’

রবিউল আরো বলেন, ‘আশা করছি ভালো স্কোর করে টপ এইটে খেলার। সবার কাছে দোয়া চাই।’ এয়ার রাইফেল শুটিংয়ে টপ এইটে খেলতে হলে ৬৩০ প্লাস স্কোর প্রয়োজন পড়বে। রবিউল সেই স্কোর করেছিলেন একবার। তবে রবিউলের গড় স্কোর ৬২৬-২৭।

প্যারিস অলিম্পিকে শুটিং ডিসিপ্লিনের খেলা হচ্ছে ভিন্ন শহরে। প্যারিস থেকে শুটিংয়ের ভেন্যু সাথিউরক্সের দূরত্ব শ’খানেক কিলোমিটারের বেশি। তাই সেখানে আলাদা ছোট্ট ভিলেজ গড়ে উঠেছে। ঐ ভিলেজে রবিউল ও তার ইরানী কোচ থাকেন। বাংলাদেশের অন্য অ্যাথলেটরা থাকছেন প্যারিসের গেমস ভিলেজে।

বাংলাদেশের মাত্র পাঁচ জন ক্রীড়াবিদ প্যারিস অলিম্পিকে খেলছেন। গেমসের উদ্বোধনের আগের দিনই মাঠে নেমেছন আরচ্যার সাগর ইসলাম। রিকার্ভ ব্যক্তিগত পুরুষ ইভেন্টের র‌্যাংকিং রাউন্ডে তিনি ৪৫ তম হয়েছেন। ৩১ জুলাই ১/৩২ স্টেজে তার প্রতিপক্ষ ইতালির মাউরো নাসপলি। যিনি টোকিও অলিম্পিকে রৌপ্য পদক ও বিশ্ব আরচ্যারির অনেক পদক জয় করেছেন।

এমন প্রতিপক্ষের বিপক্ষে সাগরকে তৈরি করছেন জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক। তিনি বলেন, ‘সাগরের প্রতিপক্ষ বিশ্বের সেরা আরচ্যারদের একজন। আমাদের সাগরও যোগ্যতা অর্জন করে এখানে এসেছে। গতকাল উদ্বোধনী অনুষ্ঠানের জন্য অনুশীলন ছিল না। আজ থেকে আবার অনুশীলন চলবে।’

একুশে সংবাদ/ এস কে

Link copied!