নারী এশিয়া কাপের নবম আসরে এখন পর্যন্ত অপরাজিত শ্রীলঙ্কা ও ভারত। এবার শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হবে দল দুটি।ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর। রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার (২৮ জুলাই) দুপুর সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।
সেমিফাইনালে বাংলাদেশকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করা ভারত আছে দারুণ ছন্দে। ফাইনালে তাই লঙ্কানদের বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নামছে শেফালি ভার্মারা। এ ছাড়া নারী এশিয়া কাপের ইতিহাসে এর আগে ৮ বারের মধ্যে ৭ বারই ট্রফি ঘরে তুলেছে ভারত।
অন্যদিকে ঘরের মাঠে ফাইনালে ট্রফি জয়ের দিকে চোখ লঙ্কানদের। সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে দারুণ জয়ের পর ফাইনাল জিতে ট্রফি ঘরে তুলতে বেশ আত্মবিশ্বাসী স্বাগতিকরা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :