চার ম্যাচ উইকেট শূন্য থাকার পর অবশেষে বল হাতে জ্বলে উঠলেন সাকিব আল হাসান। গতরাতে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে বাংলা টাইগার্স মিসিসাগারের দ্বিতীয় ম্যাচে বল হাতে ৪ ওভারে ১০ রানে ৩ উইকেট নেন সাকিব। পাশাপাশি দারুন বোলিং করেছেন আরেক বাংলাদেশি বোলার শরিফুল ইসলাম। ৪ ওভারে ১২ রানে ১ উইকেট নেন এই পেসার। সাকিব-শরিফুলের দারুন বোলিং নৈপুন্যের ম্যাচে বাংলা টাইগার্স ২২ রানে হারিয়েছে ভ্যাঙ্কুবার নাইটসকে। নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথম জয় পেল বাংলা টাইগার্স।
যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত সর্বশেষ বিশ^কাপে ৭ ম্যাচে ১৩০ রানে ৩ উইকেট নিয়েছিলেন সাকিব। বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে ৪ ম্যাচে নেন ১ উইকেট। মেজর লিগে নিজের শেষ তিন ম্যাচ ও গ্লোবাল টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচে উইকেটশূন্য থাকেন সাকিব। গ্লোবাল টি-টোয়েন্টিতে নিজের দ্বিতীয় ম্যাচেই বোলিং-এ জ¦লে উঠলেও ব্যাট হাতে ব্যর্থতা অব্যাহত আছে সাকিবের।
ব্রাম্পটনে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে পাকিস্তানের ইফতিখার আহমেদের হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৭ উইকেটে ১৫২ রান করে বাংলা টাইগার্স। ৪০ বলে অপরাজিত ৫০ রান করেন ইফতিখার।
ছয় নম্বরে নেমে ৪ বলে ২ রান করেন সাকিব। এই নিয়ে টানা চার ম্যাচে দুই অংকের কোটা স্পর্শ করতে ব্যর্থ হলেন তিনি।
১৫৩ রানের জবাবে সাকিব-শরিফুলদের বোলিং তোপে ৬ উইকেটে ১৩০ রানের বেশি করতে পারেনি ভ্যাঙ্কুবার নাইটস। দলের পক্ষে সর্বোচ্চ ৭৯ রান করেন হার্শ ঠাকের।
নিজের প্রথম ওভারে ১ রান এবং পরের ওভারে ২ রানে ২ উইকেট নেন সাকিব। এরপর তৃতীয় ওভারে ৪ রান ও শেষ ওভারে ৩ রানে ১ উইকেট নেন তিনি। শরিফুল প্রথম ওভারেই ১ রানে ১ উইকেট নেন। এরপর পরের তিন ওভারে যথাক্রমে- ১ রান, ৯ রান ও ১ রান দিয়েও উইকেট পাননি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :