পাল্লেকেলেতে নবম এশিয়া কাপের ফাইনালে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করেছে ভারতীয় নারী ক্রিকেট দল। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রানের ইনিংস উপহার দিয়েছেন স্মৃতি মান্ধানা।
এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা। এ জুটির ব্যাট থেকে আসে ৪৪ রান।
ম্যাচের সপ্তম ওভারে এ জুটি ভাঙেন দিলহারি। তার ঘূর্ণিতে সাজঘরের পথ ধরেন শেফালি। আউট হওয়ার আগে ১৬ বলে ১৯ করেন তিনি।
ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি উমা ছেত্রি (৯) ও হারমান (১১)। পরে উইকেটে এসে আক্রমণাত্ম ব্যাটিং করেন জেমিমাহ। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১৬ বলে ২৯ রান।
দারুণ ব্যাট করতে থাকা স্মৃতি অর্ধশতক তুলে নেন। যদিও ৬০ রানের বেশি করতে পারেননি। শেষ মুহূর্তে রিচা ঘোষের (৩০) তাণ্ডবে ভারতের ইনিংস থামে ১৬৫ রানে।
শ্রীলংকার হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন কাভিশা দিলহারি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :