AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আমি এই দিনটাকে কখনও ভুলব না: হরমনপ্রীত


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৯:৩১ পিএম, ২৮ জুলাই, ২০২৪
আমি এই দিনটাকে কখনও ভুলব না: হরমনপ্রীত

মহিলাদের এশিয়া কাপ টি টোয়েন্টি কাপের ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কার মহিলা দলের কাছে আট উইকেটে হেরে গিয়েছে ভারতীয় মহিলা দল। এদিন ইতিহাস গড়েছে শ্রীলঙ্কার মহিলা দল। শ্রীলঙ্কার মহিলা দল ইতিহাস সৃষ্টি করে প্রথমবারের মতো এশিয়া কাপের ট্রফি দখল করে। এদিকে এশিয়া কাপ হেরে ভেঙে পড়ে টিম ইন্ডিয়া।

ফাইনাল ম্যাচে ভারতীয় মহিলা দলের বোলিং এবং ফিল্ডিং খুবই খারাপ ছিল। যার জেরে দলকে ৮ উইকেটে শোচনীয় পরাজয় বরণ করতে হয়েছে। একইসঙ্গে ফাইনাল ম্যাচে হারের পর হারের কারণও ব্যাখ্যা করেছেন ভারতীয় মহিলা দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর।

ভারতীয় মহিলা দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর এশিয়া কাপ ২০২৪-এর ফাইনালে হারের পর ম্যাচ-পরবর্তী উপস্থাপনায় বলেছিলেন, ‘আমরা পুরো টুর্নামেন্ট জুড়ে ভালো ক্রিকেট খেলেছি এবং কোনও সন্দেহ নেই যে আমরা আজ অনেক ভুল করেছি এবং তারই পরিণতি ভোগ করতে হচ্ছে। এটা একটা ভালো স্কোর ছিল। আমরা পাওয়ারপ্লেতে সাফল্য খুঁজছিলাম। কিন্তু এটা পরিকল্পনা অনুযায়ী হয়নি এবং শ্রীলঙ্কা সত্যিই ভালো ব্যাটিং করেছে।’

ভারতীয় মহিলা দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর আরও বলেন, ‘আসন্ন বিশ্বকাপের জন্য আমরা কিছু ক্ষেত্রে উন্নতি করতে চাই। আমরা অবশ্যই কঠোর পরিশ্রম করব এবং এই দিনটিকে মনে রাখব। ওরা এতদিন ধরে খুব ভালো ক্রিকেট খেলেছে এবং এই টুর্নামেন্ট জুড়েও ওরা ভালো ক্রিকেট খেলেছে।’

এদিনের ম্যাচে ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর মাত্র ১১ রান করতে পারেন। মহিলা এশিয়া কাপ ২০২৪-এর ফাইনাল ম্যাচে ভারতীয় ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর বিশেষ কিছু করতে পারেননি এবং ১১ বলে মাত্র ১১ রান করেন তিনি। যে কারণে ফাইনাল ম্যাচে বিশাল স্কোর করতে পারেনি টিম ইন্ডিয়া। এছাড়াও এই ম্যাচে হর্ষিথা সমরাবিক্রমের একটি সহজ ক্যাচও ফেলেছিলেন তিনি। যদি সেই সময়ে সমরাবিক্রমের ক্যাচটি হরমনপ্রীত ধরতে পারতেন তাহলে ম্যাচের ফল অন্য হতেই পারত।

আমরা আপনাকে বলি যে শ্রীলঙ্কার মহিলা দল এশিয়া কাপ ২০২৪-এ আশ্চর্যজনকভাবে পারফর্ম করেছে। যে কারণে প্রথমবারের মতো এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে দলটি। এর আগে দলটি ৬ বার এশিয়া কাপের ফাইনাল খেলেছে এবং এই সময়ে সব ফাইনাল ম্যাচেই পরাজয়ের মুখে পড়তে হয়েছে দলটিকে। কিন্তু এবার ভারতীয় মহিলা দলকে হারিয়ে এশিয়া কাপের ট্রফি দখলে সফল হয়েছে দলটি।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!