স্টিভ স্মিথ এবং রিকি পন্টিং জুটি মিলে মেজর লিগ ক্রিকেটে তাদের প্রথম মৌসুমেই বাজিমাত করেছে। এই জুটির হাত ধরেই শিরোপা জিতেছে ওয়াশিংটন ফ্রিডম। রবিবার মেজর লিগ ক্রিকেটের ফাইনালে ওয়াশিংটন কার্যত খড়কুটোর মতোই উড়িয়ে দেয় সান ফ্রান্সিসকো ইউনিকর্নসকে। ফাইনাল ম্যাচে প্রথমে স্টিভ স্মিথ ঝড়, তার পর ওয়াশিংটন বোলারদের দাপট, সান ফ্রান্সিসকো রীতিমতো ল্যাজেগোবরে হয়ে ৯৬ রানে হেরে বসে থাকে।
এদিন টস জিতে ওয়াশিংটনকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন সান ফ্রান্সিসকোর অধিনায়ক কোরি অ্যান্ডারসন। ওপেন করতে নেমে ট্র্যাভিস হেড এদিন নিরাশ করলেও, হাল ধরে স্টিভ স্মিথ। ওয়াশিংটনের ইনিংসের দ্বিতীয় ওভারেই ৬ বলে ৯ রান করে আউট হয়ে যান হেড। তবে দলের অধিনায়ক এবং ওপেনার স্টিভ স্মিথকে পাওয়া যায় ঝোড়ো মেজাজে। তিনে নেমে আন্দ্রিস গাউস ১৪ বলে ২১ রানের সংক্ষিপ্ত, তবে গুরুত্বপূর্ণ একটি ইনিংস খেলেন। কিন্তু রাচিন রবীন্দ্র আবার চারে নেমে ব্যাট হাতে নিরাশ করেন। ৯ বলে ১১ করে তিনি ফেরেন সাজঘরে।
পাঁচে নেমে স্মিথের সঙ্গে হাল ধরেন গ্লেন ম্যাক্সওয়েল। চতুর্থ উইকেটে স্মিথ এবং ম্যাক্সি ৮৩ রানের পার্টনারশিপও করেন। তবে ৫২ বলে ৮৮ করে আউট হয়ে যান স্মিথ। তখন কিন্তু ১৬.৩ ওভারে ১৬৯ করে ফেলেছে ওয়াশিংটন। স্মিথের ইনিংস সাজানো ছিল ৭টি চার এবং হাফ ডজন ছক্কায়। ম্যাক্সওয়েল আবার আউট হন ২২ বলে ৪০ করে। হাঁকান চারটি ছক্কা, একটি চার। ছয়ে নেমে মুক্তার আহমেদ ৯ বলে অপরাজিত ১৯ এবং সাত নম্বর ব্যাটার ওবুস পিয়েনার ৯ বলে অপরাজিত ১৩ করে ওয়াশিংটনকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। নির্দিষ্ট ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৭ রান করে ওয়াশিংটন। সান ফ্রান্সিসকোর হয়ে ২ উইকেট নিয়েছেন প্যাট কামিন্স।
জবাবে রান তাড়া করতে নেমে মার্কো জানসেন এবং রাচিন রবীন্দ্রদের দাপটে একেবারে ল্যাজেগোবরে হয় সান ফ্রান্সিসকো। ফিন অ্যালেন (১৩), জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক (৩), সঞ্জয় কৃষ্ণমূর্তি (১৩), জোশ ইংলিশ (১৮), শেরফেন রাদারফোর্ড (৪), হাসান খান (১৩), কোরি অ্যান্ডারসন (০), প্যাট কামিন্স (১৩), হ্যারিশ রউফ (৭)- কেউই ২০ রানেই পৌঁছতে পারেননি। একমাত্র দশে নেমে কারমি লে রক্স ১৯ বলে ২০ করেন। এটাই সান ফ্রান্সিসকোর ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান। এছাড়া জুয়ানয় ড্রিসডেল ৫ করেন। তারা ১৬ ওভারে মাত্র ১১১ রানেই অলআউট হয়ে যায়।
ওয়াশিংটনের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন জানসেন এবং রাচিন রবীন্দ্র। ২টি উইকেট নিয়েছেন অ্যান্ড্রু টাই। ৯৬ রানে বড় জয় ছিনিয়ে নিয়ে ২০২৪ মেজর লিগ ক্রিকেটের শিরোপা জেতে ওয়াশিংটন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :