বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী দীর্ঘদিন ধরেই লাল-সবুজের জার্সি গায়ে খেলার আগ্রহ দেখিয়ে আসছেন। তবে এতদিন তার পাসপোর্ট ছিল না। সম্প্রতি হামজার পাসপোর্ট প্রস্তুত হয়েছে।
বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার দেশের এক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হামজার বাংলাদেশের পাসপোর্ট ইতোমধ্যেই প্রস্তুত করা হয়েছে। ক্লাব ব্যস্ততায় সংগ্রহে সময় লাগছে।
বর্তমানে লেস্টার সিটিতে খেলা মিডফিল্ডার হামজা একাধিকবার বাংলাদেশের জার্সিতে খেলার ইচ্ছে পোষণ করেছেন। বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি খেলোয়াড় এ দেশের জাতীয় দলে খেলার ঘটনা নতুন নয়।
বর্তমানে জামাল ভূঁইয়া, তারিক কাজীরা বাংলাদেশের জার্সিতে দাপটের সঙ্গে মাঠ মাতাচ্ছেন। তবে হামজাকে নিয়ে বাড়তি আগ্রহ বা আলোচনার কারণ ইউরোপীয় ক্লাব ফুটবলের শীর্ষ পর্যায়ে খেলেছেন, এমন কেউ আগে বাংলাদেশের হয়ে খেলেনি।
এর আগে দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হামজা বলেছিলেন, ‘আমি বাংলাদেশের হয়েই খেলব, এটা নিশ্চিত। বাংলাদেশের হয়ে খেলতে চাই, বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা থেকেই। বাংলাদেশের হয়ে খেলতে পারলে গর্বিত বোধ করব।’
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :