AB Bank
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চার-ছক্কার ঝড় তুললেন পৃথ্বী শ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:২৩ পিএম, ৩০ জুলাই, ২০২৪
চার-ছক্কার ঝড় তুললেন পৃথ্বী শ

নর্দাম্পটনশায়ারের হয়ে এবছর কাউন্টি অভিযান শুরুর পর থেকে সেট হয়ে আউট হচ্ছিলেন বারবার। অবশেষে কাউন্টিতে বড় রানের মুখ দেখলেন পৃথ্বী শ। যদিও ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেও ম্যাচ জেতাতে পারলেন না দলকে। 

সোমবার রেডলেটে ওয়ান ডে কাপের ম্যাচে সম্মুখসমরে নামে নর্দাম্পটনশায়ার ও মিডলসেক্স। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে নর্দাম্পটনশায়ার। তারা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ৩১৭ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে।

ওপেন করতে নেমে ৮টি চার ও ১টি ছক্কার সাহায্য়ে মাত্র ৩৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন পৃথ্বী শ। তিনি শেষমেশ ৫৮ বলে দলের হয়ে সব থেকে বেশি ৭৬ রান করে সাজঘরে ফেরেন। আগ্রাসী ইনিংসে তিনি ১২টি চার ও ১টি ছক্কা মারেন।

হাফ-সেঞ্চুরি করেন সইফ জায়েব ও গাস মিলার। সইফ ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭৭ বলে ৫৮ রান করে আউট হন। ৬৮ বলে ৭৩ রান করেন মিলার। তিনি ৯টি চার ও ১টি ছক্কা মারেন। এছাড়া জর্জ বার্টলেট ২৭, জাস্টিন ব্রড অপরাজিত ৩৮ ও মাইকেল ফিনান ১৫ রানের যোগদান রাখেন।

মিডলসেক্সের হয়ে ১০ ওভারে ৪৯ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন লিউক হলম্যান। ২টি করে উইকেট সংগ্রহ করেন নোয়া কর্নওয়েল ও হেনরি ব্রুকস। ১টি করে উইকেট নেন ইশান কৌশল ও জোশুয়া ডি‍‍`কেয়ার্স।

জবাবে ব্যাট করতে নেমে মিডলসেক্স ৪৮.১ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৩১৯ রান তুলে ম্যাচ জিতে যায়। ১০৩ বলে ৮৩ রান করেন ন্যাথন ফার্নান্ডেজ। মারেন ৮টি চার ও ১টি ছক্কা। ৭৮ বলে ৮৩ রান করেন মার্ক স্টোনম্যান। তিনি ১০টি চার ও ১টি ছক্কা মারেন। নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন জো ক্র্যাকনেল। তিনি ৭টি বাউন্ডারির সাহায্যে ৫২ বলে ৪৯ রান করে সাজঘরে ফেরেন।

জোশুয়া ১৭, মার্টিন অ্যান্ডারসন ৩৫ ও জ্যাক ডেভিস ৩১ রানের যোগদান রাখেন। জাস্টিন ব্রড নর্দাম্পটনশায়ারের হয়ে ৯ ওভারে ৬৫ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন। ১টি করে উইকেট নেন গাস মিলার ও সইফ জাইব। অর্থাৎ, ১১ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জেতে মিডলসেক্স।

পৃথ্বী নর্দাম্পটনশায়ারের হয়ে ওয়ান ডে কাপের ৩টি ম্যাচে মাঠে নেমে যথাক্রমে ৯, ৪০ ও ৭৬ রান সংগ্রহ করেন। তার আগে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ২টি ম্যাচের ৪টি ইনিংসে পৃথ্বীর সংগ্রহ ২, ২৩, ৩১ ও ৩৭ রান।

একুশে সংবাদ/ এস কে

Link copied!