ভারতের তামিলনাড়ু প্রিমিয়ার লিগে ঘটেছে অদ্ভুত ঘটনা। বড় ছক্কায় বল মাঠের বাইরে পাঠিয়েছিলেন ব্যাটার। সেই বল পেয়ে ফেরত না দিয়ে বাড়ির পথে হাঁটা দেন এক যুবক। মাঠকর্মীরা বারবার অনুরোধ করলেও বল ফেরত দেননি তিনি।
তামিলনাড়ুর ডিন্ডিগুলের এনপিআর কলেজ মাঠে চিপক সুপার গিলিসের বিরুদ্ধে খেলা ছিল সিয়েচেম মাদুরাই প্যান্থার্সের। ম্যাচ চলাকালে বাঁহাতি এক ব্যাটার বিশাল ছক্কা মারেন। লং অনের উপর দিয়ে বল গিয়ে পড়ে মাঠের বাইরে জঙ্গলে।
তার পরেই ক্যামেরায় ধরা পড়ে টিশার্ট ও লুঙ্গি পরা এক যুবক বল কুড়িয়ে নিয়েছেন। পোশাক দেখে বোঝা যাচ্ছিল তিনি স্থানীয় ব্যক্তি। বল কুড়িয়ে পিছন দিকে হাঁটতে থাকেন তিনি। স্টেডিয়ামের ভিতর থেকে মাঠকর্মীরা তাকে বল ফেরত দেওয়ার অনুরোধ করেন। কিন্তু সেই অনুরোধে পাত্তা দেননি তিনি।এই ঘটনার ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :