AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আয়ারল্যান্ডকে প্রথম স্বর্ণ উপহার দিলেন উইফেন


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:১৭ পিএম, ৩১ জুলাই, ২০২৪
আয়ারল্যান্ডকে প্রথম স্বর্ণ উপহার দিলেন উইফেন

আয়ারল্যান্ডের প্রথম পুরুষ সাঁতারু হিসেবে স্বর্ণ পদক জয় করে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন সাঁতারু ড্যানিয়েল উইফেন। প্যারিস অলিম্পিকে পুরুষদের ৮০০ মিটার ফ্রিস্টাইলে তিনি গতকাল স্বর্ণ জয় করে ইতিহার রচনা করেছেন।

২৩ বছর বয়সী এই সাঁতারু ৭ মিনিট ৩৮.১৯ সেকেন্ডে ওয়াল স্পর্শ করেন। সাঁতারের এই ইভেন্টে এটি পঞ্চম দ্রুততম সময়। স্বর্ণ জয়ে তিনি পিছনে ফেলেছে যুক্তরাষ্ট্রের বর্তমান চ্যম্পিয়ন ববি ফিনকে (৭:৩৮.৭৫ সেকেন্ড) ও টোকিও গেমসে রৌপ্য পদক জয়ী ইতালির গ্রেগরিও পালট্রিনেইরিকে (৭:৩৯.৩৮ সেকেন্ড)।

ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন উইফেন ৪০০ মিটারের পর থেকেই পুলের নিয়ন্ত্রন নিজের করে নেন। এ সময় পর্যন্ত অস্ট্রেলিয়ান এলিজা উইনিংটন এগিয়ে চিলেন। কিন্তু দারুন এক প্রতিদ্বন্দ্বীতা শেষে আইরিশম্যান নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। পালট্রিনেইরি ৬০০ মিটারে লিড নিয়েছিলেন। কিন্তু শেষ টার্মে উইফেন আর কাউকেই পাত্তা দেননি।

এর আগে ১৯৯৬ আটালান্টা গেমসে নারী আইরিশ সাঁতারু মিশেল স্মিথ তিনটি স্বর্ণ জয় করে ইতিহাস রচনা করেছিলেন।

উইফেন প্যারিস অলিম্পিকে ১৫০০ মিটার ফ্রিস্টাইল ও ১০ কিমি ওপেন ওয়াটার সাঁতারেও অংশ নিবেন।


একুশে সংবাদ/ এস কে

 

Link copied!