লা লিগায় অবশ্য দুই নম্বরে থেকেই মৌসুম শেষ করেছিলেন জাভি হার্নান্দেজের শিষ্যরা। তবে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে কোনোরকম কম্পিটিশনে ছিল না তারা। এমনিক অনেক নাটকের পর বার্সার কোচ জাভিকে শেষ পর্যন্ত বরখাস্তও করে দেয় বার্সা কর্তৃপক্ষ।
বার্সা-রিয়াল ম্যাচ মানেই এক অন্যরকম মাত্রা। ফুটবলে এই এল ক্লাসিকো অন্যতমও বটে। এবার সিজন শুরু হওয়ার আগেই ফুটবল বিশ্ব দেখতে যাচ্ছে বার্সা-রিয়ালের জমজমাট মহারণ।
প্রি-সিজনের ম্যাচ খেলতে রিয়াল-বার্সা দুইটা ক্লাবই অবস্থান করছে মার্কিন যুক্তরাষ্ট্রে। কোপার ফাইনাল আয়োজন করা সেই মেটলাইফ স্টেডিয়ামেই এবার হতে যাচ্ছে এল ক্লাসিকো।
৪ আগস্ট অর্থাৎ রোববার ভোর ৫টায় নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে হবে ম্যাচটা। যেখানে দুদলই চাইবে সিজন শুরু হওয়ার আগে নিজেদের বড় প্রতিদ্বন্দ্বীর সাথে ফুটবলারদের একটা ভালো কম্বিনেশন সাথে একটা জয়ও।
দুদলই এরই মধ্যে একটা করে প্রি-সিজন ম্যাচ খেলে ফেলেছে। যেখানে বার্সেলোনা তাদের প্রথম ম্যাচে ম্যানচেস্টার সিটির সঙ্গে ২-২ গোলে ড্র করে। শেষে ম্যাচ নিষ্পত্তি হয় টাই ব্রেকে।
অন্যদিকে নিজেদের প্রথম প্রি সিজন ম্যাচে এসি মিলানের কাছে ১-০ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :