AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্যাটারের উড়ন্ত ব্যাট এসে সজোরে পড়ল আম্পায়ারের শরীরে


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:৪৭ পিএম, ২ আগস্ট, ২০২৪
ব্যাটারের উড়ন্ত ব্যাট এসে সজোরে পড়ল আম্পায়ারের শরীরে

ফের ক্রিকেট মাঠের নিরাপত্তার প্রোটোকল নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। একটি আজব ঘটনা ঘটে গিয়েছে এক ক্রিকেট ম্যাচে।যার ফলে এই খেলার নিরাপত্তাই কাঠগড়ায় উঠেছে। এক খেলোয়াড়ের পাগলের মতো সেলিব্রেশনের শিকার হয়েছেন মাঠের এক আম্পায়ার। সেই প্লেয়ার ব্যাট নিয়ে সেলিব্রেশন করার সময়ে, সেটি উড়ে এসে পড়ে তাঁর পায়ে। তাতে বেশ ভালো চোট পান সেই আম্পায়ার। 

সম্প্রতি জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেটের একটি ম্যাচের সময়ে একজন ব্যাটার, জয়সূচক ছক্কা হাঁকানোর পর এতটাই উচ্ছ্বসিত ছিলেন যে, তিনি পাগলের মতো সেলিব্রেশন করতে গিয়ে নিজের ব্যাট বাতাসে ছুড়ে দেন। আম্পায়ার নন স্ট্রাইকিং জোনে ছিলেন। ব্যাটটি উড়ে এসে তাঁর পায়ে পড়ে। সেই সময়ে আম্পায়ার ছক্কা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তখন ভালো জোরেই আঘাত পান সেই আম্পায়ার। তাঁর চোখেমুখে অস্বস্তির ছোঁয়া ছিল।

আম্পায়ার পরে কোনও মতে ছয় দেওয়ার জন্য দু‍‍`হাত তোলেন। তবে আম্পায়ার তাঁর জন্য আঘাত পেলেও, সেই ব্যাটারের কোনও হেলদোল ছিল না। তিনি পাগলের মতো সেলিব্রেশনেই মেতে ছিলেন। এই ঘটনার ভিডিয়ো হুহু করে ভাইরাল হয়েছে। এই নিয়ে হাসাহাসি হলেও, বিপদের সঙ্কেতটি কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ভাগ্যিস আম্পায়ারের বড় ধরনের কোনও বিপদ ঘটেনি। বা পায়ের বদলে মাথায় ব্যাটটি উড়ে এসে পড়েনি।

ক্রিকেটের ক্ষেত্রেও অনেক খেলার মতোই শারীরিক আঘাতের সহজাত ঝুঁকিগুলি রয়েছে। খেলোয়াড়দের অনক ধরনের প্রতিরক্ষামূলক গার্ড নিতে হয়। ব্যাটাররা হেলমেট, প্যাড, গ্লাভস, আর্ম গার্ড এবং জাং প্যাড পরেন। আর উইকেটরক্ষকরা উচ্চ-গতির বল পরিচালনা করার জন্য গ্লাভস ব্যবহার করেন, হেলমেট পরেন। আম্পায়াররাও ইদানীং প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা শুরু করেছেন। অস্ট্রেলিয়ান আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড তাঁর বাঁ-হাতকে রক্ষা করার জন্য একটি উদ্ভাবনী আর্ম গার্ড ডিজাইন করেছেন, যার আকার একটি ললিপপের মতো।

হাতে এই ধরনের ‘বর্ম’ পরে আইপিএলে আম্পায়ারিং করতে দেখা গিয়েছে অক্সেনফোর্ডকে। এটাকে বলা হচ্ছে ‘হ্যান্ড শিল্ড’। বলের আঘাত থেকে নিজেকে রক্ষা করার জন্যই এই ‘হ্যান্ড শিল্ড’ বা‘বর্ম’ পরে থাকেন অক্সেনফোর্ড। এই বস্তুটি শক্ত ফাইবার-প্লাস্টিক দিয়ে তৈরি। ফলে আম্পায়ারের দিকে বল ধেয়ে এলে এই ফাইবার প্লাস্টিক দিয়ে তৈরি বর্মটিই রক্ষাকবচ হিসাবে কাজ করে।

অক্সেনফোর্ড এতে সুবিধে পেলেও, অন্যান্য আম্পায়ারদের মধ্যে এই বিষয়টি খুব বেশি গ্রহণযোগ্যতা পায়নি। যাইহোক সম্প্রতি এই উড়ন্ত ব্যাটের ঘটনা ক্রিকেটে অপ্রত্যাশিত বিপদগুলিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এই ধরনের দুর্ঘটনা নিঃসন্দেহে অপ্রত্যাশিত।
 

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!