AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অলিম্পিক গেমসে ফাইনালে জকোভিচ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:৪৯ পিএম, ৩ আগস্ট, ২০২৪
অলিম্পিক গেমসে ফাইনালে জকোভিচ

রোলাঁ গারোতে অনুষ্ঠিত হচ্ছে এবারের প্যারিস অলিম্পিক গেমসের লন টেনিসের আসর। ক্লে কোর্টে অনুষ্ঠিত টুর্নামেন্টে শুক্রবার ছিল পুরুষদের সিঙ্গেলস সেমিফাইনালে। যেখানে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ এবং ইতালির লোরেঞ্জো মুসেত্তি। ম্যাচ যথেষ্ট হাড্ডাহাড্ডি হয়েছে। যদিও স্কোরলাইন দেখে তা বোঝার উপায় নেই। আর এই হাড্ডাহাড্ডি ম্যাচে লোরেঞ্জো মুসেত্তিকে স্ট্রেট সেটে হারিয়ে দিয়েছেন নোভাক। চলে গিয়েছেন পুরুষ সিঙ্গেলস বিভাগের ফাইনালে।

তাঁর কেরিয়ারে এই প্রথমবার সিঙ্গেলস বিভাগে ফাইনালে উঠলেন নোভাক জকোভিচ। ফাইনালে তারা প্রতিপক্ষ ২১ বছর বয়সী স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ। ঘটনাচক্রে এই বছর ফরাসি ওপেন এবং উইম্বলডনের ফাইনালের কার্যত রিপিট হতে চলেছে অলিম্পিক গেমসের লন টেনিসের পুরুষ বিভাগের ফাইনালে ও।

অলিম্পিক গেমসের আগেই শেষ উইম্বলডনের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন নোভাক এবং আলকারাজ। সেদিন ফাইনালে আলকারাজের কাছে স্ট্রেট সেটে হারতে হয়েছিল নোভাককে। অলিম্পিক গেমসের ফাইনালে ফের মুখোমুখি দুই তারকা। উইম্বলডনের ফাইনালে হারের মধুর প্রতিশোধ নেওয়ার অপেক্ষায় থাকবেন নোভাক জকোভিচ। পাশাপাশি অলিম্পিক সিঙ্গেলস থেকে নিজের প্রথম সোনার পদক জয়ের অপেক্ষায় থাকবেন জকোভিচ। এদিন ফিলিপ সাঁতিয়ের কোর্টে ৩৭ বছর বয়সী নোভাক জয় পেলেন ৬-৪,৬-২ ফলে। ২৪ বারের গ্রান্ড স্ল্যাম জয়ী তারকার কাছে এই জয়টা কতটা গুরুত্বপূর্ণ ছিল তা তাঁর প্রতিক্রিয়া থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে।

অলিম্পিক গেমসে এর আগে কোনদিন ফাইনালে খেলেননি নোভাক জকোভিচ।তিনবার সেমিফাইনালে উঠে তিনবারেই সিঙ্গেলস বিভাগে হেরে বেরিয়ে গিয়েছেন তিনি। তাঁর কেরিয়ারে সমস্ত খেতাব,পদক জিতলে ও এখন পর্যন্ত অধরা থেকে গিয়েছে অলিম্পিক গেমসে সোনা জয়। এবার সেই অধরা সোনা জয়ের সুযোগ পাবেন নোভাক জকোভিচ। আর সেটা পাবেন বর্তমানে তাঁর অন্যতম কঠিনতম প্রতিদ্বন্দ্বী কার্লোস আলকারাজের বিরুদ্ধে। রবিবার খেলা হবে এই দুই তারকার ফাইনাল ম্যাচ। এছাড়াও ব্রোঞ্জ মেডেল‌ ম্যাচে খেলবেন লোরেঞ্জো মুসেত্তি এবং ফেলিক্স আলিসমে। টানা ১২ টি ম্যাচে অপরাজেয় রয়েছেন কার্লোস আলকারাজ।জিতেছেন ফরাসি ওপেন এবং উইম্বলডনের খেতাব। 

অন্যদিকে নোভাক তাঁর ১১ টি ম্যাচের ১০টি তেই পাইনি। ১৯৮৮ সালে অলিম্পিক গেমসে ফের শুরু হয় লন টেনিস।তারপর থেকে সবচেয়ে বয়স্কতম খেলোয়াড় হিসেবে সেমিফাইনাল খেলার নজির গড়েছেন নোভাক জকোভিচ।

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!