AB Bank
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৬ বছর পর মেয়ের সঙ্গে শামির দেখা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৯:৪৮ পিএম, ৩ আগস্ট, ২০২৪
৬ বছর পর মেয়ের সঙ্গে শামির দেখা

৬ বছর পর বৃহস্পতিবার মেয়ের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন শামি। সেই কথা নিজেই ইন্সটাগ্রাম পোস্টে জানিয়েছেন হাসিন। পাশাপাশি শামিকে খোঁচা মেরে কথাও বলেন তিনি।

হাসিন ইন্সটাগ্রাম পোস্টে বলেন, ‘যাই হোক, আজ বেবো নিজের ড্যাডির সঙ্গে দেখা করতে গেছে। আল্লাহ আমার মেয়েকে সবার খারাপ নজর থেকে রক্ষা করুক।’

এই পোস্টে ভাসুর এবং জা’কে উদ্দেশে হাসিন লেখেন, ‘আজ তো শামা আর হাসিব নিশ্চয় ঘুমাতে পারেনি। শামির থেকে আমাকে আর আমার মেয়েকে দূরে রাখতে কম নোংরামি করেনি ওরা দুজনে। শামির মাথাতেও আমাকে নিয়ে নোংরামি আর লোভ ঢুকিয়েছে।’

এরপর হাসিন আরও লেখেন, ‘কিন্তু কথায় আছে সবুরে মেওয়া ফলে। আমি ধৈর্য ধরে এতদিন চুপচাপ অপেক্ষা করেছি, আর খোদার ওপর ভরসা রেখেছি। অবশেষে দেখুন, বাবা-মেয়ের মিলন হলো। আল্লাহ চাইলে, শামিও শুধরে যাবে ইনশাআল্লাহ! আল্লাহ আমার শত্রুদের মুখে জুতা মারবে, আমি ধৈর্য ধরে বসে রয়েছি।’

এরপর ফের একবার শামির দাদা-ভাবির দিকে আঙুল তোলেন হাসিন জাহান। তিনি বলেন, তাদের প্ররোচনাতেই নাকি শামি ভুল রাস্তায় হেঁটে নিজের সাজানো সংসার ভেঙেছেন।

এর আগের এক পোস্টে হাসিন জানান, শিগগিরই হাইকোর্টে তার ডিভোর্স ও খোরপোষের মামলা উঠবে। তিনি বলেন, বাবা হিসেবে শামি ব্যর্থ। কখনোই মেয়ে আয়রাকে জন্মদিনে শুভেচ্ছা পর্যন্ত জানাননি, উপহার পাঠানো তো দূর কথা! শুধু মিডিয়ার সামনে লোক দেখানো নাটক করতেই ব্যস্ত থাকে সে।

হাসিন-শামির দাম্পত্য কলহ আজকের নয়। দীর্ঘদিন ধরে তাদের ডিভোর্স মামলা আদালতে ঝুলে রয়েছে। বরের সঙ্গে মুখ দেখাদেখি নেই হাসিনের! দুজনের সম্পর্কের তিক্ততা কারো অজানা নয়। ২০১৪ সালে বিয়ের পর্ব সেরেছিলেন দুজনে। তাদের একমাত্র মেয়ে আয়রা।

একুশে সংবাদ/ এস কে  

 

Link copied!