AB Bank
ঢাকা শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতে নতুন দায়িত্বে সরফরাজ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:৫০ পিএম, ৫ আগস্ট, ২০২৪
ভারতে নতুন দায়িত্বে সরফরাজ

বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে ভারতের আলোচিত ক্রিকেটার সরফরাজ খানকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। বুচি বাবু টুর্নামেন্টে মুম্বাইয়ের অধিনায়ক করা হয়েছে তাকে। দলে অভিজ্ঞ ক্রিকেটার অজিংকা রাহানে, শ্রেয়স আইয়ার ও শামস মুলানি না থাকায় সরফরাজকে এই দায়িত্ব দেওয়া হয়।

রাহানে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট টুর্নামেন্টে খেলছেন। আইয়ার খেলছেন শ্রীলংকা সিরিজ আর মুলানি আছেন ব্যাঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে। 

মুম্বাইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে ৭১টি ম্যাচে ৪১১২ রান করেছেন সরফরাজ। ৬৮ গড়ে রান করে ১৪টি শতকও হাঁকিয়েছেন তিনি। তারপরও ভারতীয় জাতীয় টেস্ট দলে ডাক পাননি তিনি। এক সময় নির্বাচকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন সরফরাজ। অবশেষে চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় সরফরাজের।

ইংলিশদের বিপক্ষে সিরিজে দলের জন্য গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন সরফরাজ। তিন ম্যাচে ৬৮.৫৩ গড়ে ২০০ রান করেন তিনি। সরফরাজকে দায়িত্ব দেওয়ার পর মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাচক সন্দ্বীপ পাতিল বলেছেন, তিনি আসলেই দায়িত্ব পাওয়ার যোগ্য।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে সরফরাজ খেলতে পারবেন কিনা, সেটি এখনো নিশ্চিত নয়। টাইগারদের বিপক্ষে ভারতীয় দলে ফিরতে পারেন লোকেশ রাহুল ও রিশাভ পান্ট। যদি এই দুই ক্রিকেটার দলে ফিরেন, তাহলে সরফরাজ দলে জায়গা পাবেন না এটি নিশ্চিত। তবে সরফরাজকে স্কোয়াডে রাখা হতে পারে।

একুশে সংবাদ/ এস কে  

 

Link copied!