বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগ দাবি করেছে দেশের একটি ফুটবল সমর্থক গোষ্ঠী।‘বাংলাদেশ ফুটবল আলট্রাস’ নামে সমর্থকদের একটি সংগঠন বাফুফে সভাপতিকে পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। আগামী ২৬ অক্টোবর দেশের ফুটবলের অভিভাবক সংস্থার ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বর্তমান মেয়াদে সালাউদ্দিনের হাতে বেশি সময় না থাকলেও ফুটবল সমর্থক গোষ্ঠীটি দ্রুতই তার পদত্যাগ চাইছে।
আলট্রাস সভাপতি আমিনুল বেপারী শিপলু সালাউদ্দিনকে পদত্যাগের আল্টিমেটামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি প্রকাশ করেন। এতে বলা হয়, ‘সালাউদ্দিনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হলো। স্বেচ্ছায় পদত্যাগ না করলে, আগামীকাল (আজ) আমরা টেনে নামাবো। ২৪ ঘণ্টা পর, বাফুফে ভবন দখল নেয়া হবে।’
‘বাফুফের বর্তমান সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন দীর্ঘ ষোল বছর দায়িত্ব পালন করলেও দেশের ফুটবল উন্নয়নে তার ভূমিকা সকলের কাছেই প্রশ্নবিদ্ধ। দেশের ফুটবলে তার উন্নয়নের ছাপ নেই। অন্যদিকে তার সভাপতি থাকাকালীন সময়ে ফিফার তদন্তে দোষী সাব্যস্ত হয়ে জরিমানার কবলে পড়েছেন বাফুফের জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। যা দেশের ফুটবলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।’
‘নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়ন হয়ে দেশের ফুটবলে এক নতুন আশার সঞ্চার করেছিল। সাফ চ্যাম্পিয়ন হওয়ার পরে নারী ফুটবলে উন্নতির পরিবর্তে অবনতিই হচ্ছে। যা দেশের ফুটবল পাগল মানুষদের হতাশ করেছে। এর দায় বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরনকেই নিতে হবে। আলট্রাসের দাবি, এই তিন কর্মকর্তার নিঃশর্ত পদত্যাগ। ’
‘সমর্থকদের সংগঠনটি এক দফা দাবি জানিয়ে বিবৃতির শেষাংশে বলেছে, বাফুফের এই রিন কর্মকর্তাকে আল্ট্রাসের পক্ষ থেকে স্বেচ্ছায় পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হল। স্বেচ্ছায় পদত্যাগ না করলে ২৪ ঘণ্টা পর আমরা বাফুফে ভবনে অবস্থানসহ কঠিন কর্মসূচি পালন করবো।’
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :