ইউরো জিতেই অবসর ভেঙে জার্মান দলে ফিরেছিলেন টনি ক্রুস। তবে তার সেই আশা পূরণ হয়নি। তবে দলীয়ভাবে না হলেও এবার ব্যক্তিগত পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন সদ্য সাবেক হওয়া জার্মানির মিডফিল্ডার। ২০২৩-২৪ মৌসুমের বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন ক্রুস।
জার্মানির ক্রীড়া সাংবাদিকদের সংগঠন ও ফুটবল ম্যাগাজিন কিকারের যৌথ আয়োজনের এই পুরস্কারটি দ্বিতীয়বারের মতো পেয়েছেন ক্রুস। এর আগে ২০১৮ সালেও সেরার স্বীকৃতি জুটেছিল তার ভাগ্যে।
বর্ষসেরা খেলোয়াড় হওয়ার পথে ক্রুস পেছনে ফেলেছেন বায়ার লেভারকুসেনের দুই ফুটবলার ফ্লোরিয়ান উইর্টজ ও গ্রানিত জাকাকে। তার ২৮৫ ভোটের বিপরীতে জার্মানির ফরোয়ার্ড ফ্লোরিয়ান পেয়েছেন ২৪৬ ভোট আর সুইজ্যারল্যান্ডের মিডফিল্ডার পেয়েছেন ৬৬ ভোট।
অন্যদিকে জার্মানির বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন জাভি আলোনসো। বায়ার্ন মিউনিখের ১১ বছরের রাজত্ব গুঁড়িয়ে দিয়ে লেভারকুসেনকে প্রথমবারের মতো বুন্দেসলিগা জিতিয়েছেন স্প্যানিশ কোচ।
জাভির ৫০৩ ভোটের বিপরীতে হেইডেনহেইমের কোচ ফ্রাঙ্ক স্মিট ৫০ আর স্টুটগার্টের কোচ সেবাস্টিয়ান হোনেস পেয়েছেন ৪২ ভোট।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :