AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

২০২৮ অলিম্পিকে নতুন বক্সিং ফেডারেশন


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:০৭ পিএম, ৬ আগস্ট, ২০২৪
২০২৮ অলিম্পিকে নতুন বক্সিং ফেডারেশন

সংঘাতটা দীর্ঘদিন ধরেই চলছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সঙ্গে বিশ্ব বক্সিং সংস্থা আইবিএর। এর মধ্যেই আইওসি বড় বার্তা দিল বক্সিং ফেডারেশনকে নিয়ে। চলতি বছরে বেশ কয়েকবার দুই সংস্থার বিভিন্ন শীর্ষকর্তাই একে অপরের দিকে আঙুল তুলেছেন বিভিন্ন বিষয়, থমাশ বাখের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণও চলেছে, যার ফলে  সম্পর্ক একদম তলানিতে গিয়ে পৌঁছেছে দুই সংস্থার। 

এরই মধ্যে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলসে বসতে চলা অলিম্পিক্সের আসরে বক্সিং নিয়েই বড় বার্তা দিতে শোনা গেল আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে। আইবিএকে আন্তর্জাতিক কমিটি মান্যতা না দেওয়ায় বক্সিংকে এক ছাতার তলায় রাখতে নয়া ফেডারেশনের প্রয়োজন রয়েছে বলেই মনে করছেন অলিম্পিক্সের আয়োজকরা।

গতবছরই আইবিএতে অর্থনৈতিক দুর্নীতি এবং সংস্থা পরিচালনায় ব্যর্থতার জন্য এই সংস্থাকে বাতিল করে দেওয়া হয়। গত অলিম্পিক্সে এবং এবারের অলিম্পিক্সে বক্সিংয়ের দায়িত্ব পুরোপুরি নিজেদের কাঁধে তুলে নিয়েছে আইওসি, কিন্তু এভাবে তো বেশিদিন চলতে পারেন না। তাই খেলার উন্নতির স্বার্থে আইওসি চাইছে আগামী লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে দায়িত্ব নিক নতুন বক্সিং ফেডারেশনই।

আইওসির মুখপাত্র মার্ক অ্যাডামস জানান, ‘আমরা আগামী অলিম্পিক্সে বক্সিং দেখার জন্য মুখিয়ে রয়েছি। এবার বিষয়টা পুরোপুরি বক্সারদের ওপর নির্ভর করছে। ওদেরকেই একটি সংগঠন গড়ে তুলতে হবে‍‍`। অ্যাডামসের এই বক্তব্য মুলত আইবিএর সভাপতি উমর ক্রেমলেভের কয়েকটি বিতর্কিত মন্তব্যের পর, যেখানে অলিম্পিক্সের ওপেনিং সেরিমনি নিয়ে কটুক্তি করে তিনি। ব্যক্তিগত আক্রমণও করেন আইওসি প্রেসিডেন্ট থমাশ বাখের বিরুদ্ধে।  আইওসি এবং আইবিএর বিতর্কের আরও একটার কারণ দুই মহিলা বক্সার। গত বছর বিশ্বচ্যাম্পিয়নশিপের সময় ইমানে খেলিফ এবং লিন ইউ টিংয়ের শারীরিক গঠনের জন্য এবং ক্রোমোজোম টেস্টের পর তাঁদের মহিলাদের বিভাগে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। যদিও আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থা তাঁদের অলিম্পিকে খেলার ছাড়পত্র দিয়েছে।

আইবিএর শীর্ষকর্তাদের বিতর্কিত মন্তব্যের পর ভুল বোঝাবুঝি আরও বাড়ে। পাল্টা আইওসির তরফে মার্ক অ্যাডামস বলেন, ‘আমি বেশি কিছু বলতে চাই না ওদের সাংবাদিক সম্মেলন নিয়ে, তবে এগুলোই বুঝিয়ে দেয় যে কেন আমাদের নতুন বক্সিং ফেডারেশন প্রয়োজন। আমরা কোনও ফেডারেশন নই, তাই আগামী অলিম্পিক্সে বক্সিংয়ের দায়িত্ব নিয়ে আমাদের নতুন ফেডারেশন প্রয়োজন।  এক্ষেত্রে আরও একটি বিষয় হল, আইবিএ-র শীর্ষপদে একজন রাশিয়ান থাকায়, সেই সংস্থাকেও স্পন্সর করে রাশিয়া, যা নিয়েও দ্বন্দ রয়েছে আইওসির সঙ্গে।

একুশে সংবাদ/ এস কে  

 

Link copied!