টেনিসে নিজের ভবিষ্যতটা যেন প্রশ্নের মুখেই ফেলে দিলেন রাফায়েল নাদাল। স্প্যানিয়ার্ড মহাতারকা চলতি বছর এই নিয়ে তৃতীয়বারের মতো গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে কোর্টের বাইরে থাকবেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শতভাগ দেওয়ার সামর্থ্য না থাকার বিষয়টি স্পষ্ট জানিয়েছেন তিনি।
বার্লিনে ২০-২২ সেপ্টেম্বর লেভার কাপ দিয়ে আবারো টেনিসে ফেরার বার্তা দেন ২২বারের গ্র্যান্ড স্লাম জয়ী। ৩৮ বছর বয়সী নাদাল চারবার ইউএস ওপেন জিতেছেন।
নিজের এক্স হ্যান্ডলে নাদাল লিখেছেন, আপনাদের জানাতে আজ লিখছি যে আমি এই বছর ইউএস ওপেনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছি। যেখানে আমার চমৎকার স্মৃতি রয়েছে। আমি নিউ ইয়র্ক এবং আর্থার অ্যাশের আকর্ষণীয় ও বিশেষ রাত মিস করবো।
কিন্তু আমি মনে করি না এই সময়ে শতভাগ দিতে পারব। বিশেষভাবে আমার সকল মার্কিন অনুরাগীদের ধন্যবাদ। আপনাদের সবাইকে মিস করব এবং আবার দেখা হবে। সবসময় মনমুগ্ধকর ইউএস ওপেনে সকলের জন্য শুভকামনা! আমার পরবর্তী ইভেন্ট বার্লিনে লেভার কাপ।
চোটের কারণে লম্বা সময় ধরে খেলার বাইরে থাকা ও সেরা ছন্দে না থাকায় নাদালের নাম প্রত্যাহারের ঘটনা বিস্ময়কর ছিল না। যদিও গত মাসে প্রকাশিত অফিসিয়াল এন্ট্রি তালিকায় তার নাম ছিল।
প্যারিস অলিম্পিকে পুরুষ এককের দ্বিতীয় রাউন্ডে এবারের স্বর্ণপদক জয়ী নোভাক জকোভিচের কাছে হেরে বিদায় নেন। স্পেনের হয়ে কার্লোস আলকারাজের সঙ্গে দ্বৈত ইভেন্টেও হেরে যান।
অবসর কবে নেবেন, তা নিয়ে এখনো পরিষ্কারভাবে নাদাল কিছু জানাননি। ২০২৩ সালে নিতম্বের ২০২৪ সালে পেটের পেশির চোটের কারণে খুব বেশি ম্যাচ খেলেননি। ধারণা করা হচ্ছে, বয়স ও চোটের ধাক্কা সামলাতে থাকা এই টেনিস মহাতারকার পেশাদার ক্যারিয়ারের সময়টা ফুরিয়ে আসছে।ইউএস টেনিস অ্যাসোসিয়েশন জানিয়েছে, নাদালের পরিবর্তে এবারের আসরে খেলবেন র্যাংকিংয়ের ৯৩তম স্থানে থাকা যুক্তরাষ্ট্রের ম্যাকি ম্যাকডোনাল্ড। গত বছর অস্ট্রেলিয়ান ওপেনে নাদালকে তিনি পরাজিত করেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :