AB Bank
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নতুন ঠিকানায় রিউস


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:০০ পিএম, ৮ আগস্ট, ২০২৪
নতুন ঠিকানায় রিউস

রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগেই সিদ্ধান্তটা জানিয়েছিলেন মার্কো রিউস। মৌসুম শেষেই বরুশিয়া ডর্টমুন্ড ছাড়ার ঘোষণা দিয়েছিলেন জার্মান তারকা। নিজের সেরা সময়ে লোভনীয় প্রস্তাব পেয়েও ক্লাব ছাড়েননি তিনি। যে কারণে রিউসের ক্লাবকে বিদায় জানানোর সিদ্ধান্তের কথা জেনে আবেগে ভেসেছিলেন সমর্থকবৃন্দ। 

গত মৌসুম শেষেই বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে মার্কো রিউসের চুক্তির মেয়াদ ফুরিয়েছিল। ৩৫ বছর বয়সী তারকা তাই এত দিন ক্লাবহীন ছিলেন। তবে নতুন মৌসুম শুরুর আগেই পরবর্তী গন্তব্য ঠিক করে ফেলেছেন রিউস।

এই জার্মান তারকার পরবর্তী গন্তব্য যুক্তরাষ্ট্র। মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব এল এ গ্যালাক্সি। রিউসকে দলে ভেড়াতে সম্মত হয়েছে এলএ গ্যালাক্সি। এমন খবরই দিয়েছেন ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

রোমানো জানিয়েছেন, জুলাই মাসেই উভয় পক্ষের মধ্যে মৌখিক চুক্তি সম্পন্ন হয়েছিল। তবে কিছু দরকষাকষি বাকি থাকায় কিছুটা অনিশ্চয়তা ছিলই। অবশেষে সেই শঙ্কাও দূর হয়েছে।

২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত এলএ গ্যালাক্সির সঙ্গে চুক্তি করছেন রিউস। তবে চাইলেই চুক্তি নবায়নের সুযোগ থাকছে। আনুষ্ঠানিকতা শেষ করতে আজ বৃহস্পতিবারই যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রিউসের। একই দিনে মেডিকেল পরীক্ষাও সম্পন্ন করা হবে বলে জানা গেছে।

ডর্টমুন্ডের একাডেমিতে রিউসের হাতেখড়ি। তবে সিনিয়র ক্যারিয়ারের শুরুটা করেন রোট ওয়েইস আহলেনে। সেখান থেকে ২০০৯ সালে বরুশিয়া মনশেনগ্লাডবাখে যোগ দেন তিনি। ক্লাবটির হয়ে ১০৯ ম্যাচে ৪১ গোল ও ২৮টি অ্যাসিস্ট করেন এ খেলোয়াড়।

২০১২ সালে ডর্টমুন্ডে ফিরে আসেন রিউস। এরপর গত এক যুগে ক্লাবটির হয়ে খেলেছেন ৪২৯টি ম্যাচ। ডর্টমুন্ডের জার্সিতে ১৭০ গোল ও ১৩১টি অ্যাসিস্ট করে ক্লাবটির কিংবদন্তির তালিকায় নাম লিখিয়েছেন তিনি।

২০১১ সালে জার্মানি জাতীয় দলে অভিষেক রিউসের। তবে ইনজুরির কারণে ২০১৪ বিশ্বকাপ খেলতে পারেননি। ফলে জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জেতার সুযোগ হারান। তিনি জার্মানির জার্সিতে ৪৮ ম্যাচ খেলে ১৫ গোল করেছেন।

একুশে সংবাদ/ এস কে

Link copied!