ফিফার সাবেক অন্তর্বর্তীকালীন সভাপতি ইসা হায়াতু মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি আফ্রিকান ফুটবল কনফেডারেশনের দায়িত্বও পালন করেছিলেন।বৃহস্পতিবার (৮ আগস্ট) ফ্রান্সের রাজধানী প্যারিসে তিনি মারা যান।
তিনি ২৯ বছর ধরে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে অপ্রত্যাশিতভাবে পদত্যাগ করেন। দুর্নীতির অভিযোগে সেপ ব্ল্যাটারকে বরখাস্ত করার পর ২০১৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি ফিফার ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।
২০২১ সালে, ফিফা ফ্রেঞ্চ মিডিয়া কোম্পানি লাগারদেরের সঙ্গে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সম্প্রচার চুক্তির ক্ষেত্রে ফেডারেশনের নীতিমালা লঙ্ঘনের জন্য হায়াতুর উপর এক বছরের নিষেধাজ্ঞা আরোপ করেছিল। পরে খেলাধুলার আইনি আদালত আরবিট্রেশন কোর্ট পরের বছর তা বাতিল করে।
ফুটবল প্রশাসনে তার কর্মজীবনের আগে, হায়াতু একজন সফল ট্র্যাক এবং ফিল্ড অ্যাথলেট এবং বাস্কেটবল খেলোয়াড় ছিলেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :