নেশন্স লিগকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে লি কার্সলিকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড। ইংলিশ ফুটবল এসোসিয়েশনের (এফএ) পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।আগামী মাসে আয়ারল্যান্ড ও ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচে কার্সলি ইংল্যান্ডের ডাগ আউটে দায়িত্ব পালন করবেন।
৫০ বছর বয়সী কার্সলি অনুর্ধ্ব-২১ দলের প্রধান কোচের দায়িত্ব থেকে পদোন্নতি পেয়ে জাতীয় দলে যোগ দিলেন। তার অধীনে ২০২২ অনুর্ধ্ব-২১ ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপে শিরোপা জিতেছিল ইংল্যান্ড।আট বছরের দায়িত্ব শেষে ইউরো ২০২৪ ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর পদত্যাগ করা গ্যারেথ সাউথগেটের স্থলাভিষিক্ত হয়েছেন কার্সলি।
এক বিবৃতিতে কার্সলি বলেছেন, ‘অস্থায়ী ভিত্তিতে ইংল্যান্ড জাতীয় দলের দায়িত্ব পালন করা সত্যিই অনেক বড় সম্মানের। যেহেতু প্রায় সব খেলোয়াড়ই আমার পরিচিত এবং তাদের সাথে আমি আগেও কাজ করেছি, তাই আমি বিশ্বাস করি নতুন কোচ আসার আগে আমি ভালভাবেই তাদের দায়িত্ব নিতে পারবো। আমার মূল লক্ষ্য হলো ধারাবাহিকতা ধরে রাখা। উয়েফা নেশন্স লিগে নিজেদের অবস্থানের উন্নতি করা।’
নেশন্স লিগে আগামী ৭ সেপ্টেম্বর ডাবলিনে আয়ারল্যান্ড ও ১০ সেপ্টেম্বর ওয়েম্বলিতে ফিনল্যান্ডের মোকাবেলা করবে ইংল্যান্ড।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :