AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টিটিতে মেয়েদের টিম ইভেন্টে চিনের সোনা জয়


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৯:৫৭ পিএম, ১১ আগস্ট, ২০২৪
টিটিতে মেয়েদের টিম ইভেন্টে চিনের সোনা জয়

টেবিল টেনিস অর্থাৎ টিটিতে বরাবর দাপট রয়েছে চিনের। টেবিল টেনিস অলিম্পিক্সে অন্তর্ভুক্ত হয়েছে ১৯৮৮ সালের সিওল গেমস থেকে। তারপর থেকে এই বিভাগে চিনের আধিপত্য অনস্বীকার্য। প্যারিস গেমসেও সেই এক আধিপত্য দেখালো চিনের টেবিল টেনিস দল। মহিলাদের টিম ইভেন্টে প্যারিস গেমস থেকে ফের সোনা জিতল চিন। প্যারিসে টিটি ‍‍`গোল্ডেন সুইপ‍‍` সম্পন্ন করল তারা।  

প্যারিসে টিটিতে সবকটি সোনা জয়ের নজির গড়ল তারা। ১৯৮৮ সাল থেকে ৪২ টি সোনার মেডেল দেওয়া হয়েছে টিটিতে।যার মধ্যে ৩৭ টি সোনার মেডেল জিতে নিল চিন। এই পরিসংখ্যান থেকেই বোঝা যায় টিটিতে কতটা আধিপত্য রয়েছে চিনের।

টোকিও অলিম্পিক গেমসে টিটিতে কয়েকটি সোনার মেডেল হারাতে হয়েছিল চিনকে। সেই হতাশাকে তারা পিছনে ফেলে দিল প্যারিস গেমসে। টোকিও অলিম্পিক গেমসের ফাইনালেও মুখোমুখি হয়েছিল চিন এবং জাপান। এবার প্যারিসেও মহিলাদের টিটিতে মুখোমুখি হয়েছিল চিন এবং জাপান। এবার যদিও প্যারিসে তুমুল লড়াই হয়েছে দুই পক্ষের। তবে দিনের শেষে ৩-০ ফলে জাপানকে হারিয়ে সোনা জিতেছে চিন। দিনের প্রথম ম্যাচে চিনের চেঙ্গ মেঙ্গ এবং ওয়াঙ্গ মান ইউ মুখোমুখি হয়েছিল জাপানের হিনা হায়াতা এবং মিয়া হারিমোতোর। প্রথম গেমে চিন হেরে যায়। পরবর্তীতে তিনটি গেমের দুটিতে জেতে চিন। ফলে খেলা যায় পঞ্চম গেমে।

ম্যাচ নির্ধারনী গেমে ৯-৫ ফলে এগিয়েও গিয়েছিল জাপান। এরপর ১০-১০ পয়েন্টে সমতা ফেরায় চিন।তারপর ম্যাচ জয় সুনিশ্চিত করে চিন। তৃতীয় ম্যাচে ওয়াঙ্গ মান ইউ মুখোমুখি হয়েছিলেন জাপানের হয়ে প্রথমবার অলিম্পিক্সে খেলতে আসা মিয়া হারিমোতোর। প্রথম গেমে ১৪-১৩ ফলে হারতে হয় ওয়াঙ্গ মান ইউকে। এরপর ১৬ বছর বয়সী জাপানি প্রতিপক্ষের বিরুদ্ধে পরপর তিনটি গেম জিতে ম্যাচটি জিতে নেন ওয়াঙ্গ।

অন্যদিকে টিটিতে জার্মানিকে হারিয়ে টিটিতে মেয়েদের টিম ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার হয়ে এই ব্রোঞ্জ জিতেছেন শিন ইউবিন, জিওন জিহি এবং লি ইউনহি। ঘটনাচক্রে এই প্যারিস গেমসেই নজির গড়েছেন চিনের ৩৫ বছর বয়সী প্যাডলার মা লঙ্গ নয়া নজির গড়েছেন এই গেমসেই।একটি নির্দিষ্ট ইভেন্টে চিনের হয়ে অলিম্পিক গেমস থেকে সর্বাধিক পদক জয়ের নজিরও গড়েন তিনি। ছেলেদের টিম ইভেন্টে তিনি তাঁর কেরিয়ারের ষষ্ঠ সোনাটি জিতে নিয়েছিলেন।

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!