ক্রিকেটের স্বার্থে ক্রিকেট বোর্ড ছাড়তে আপত্তি নেই বলে জানিয়েছেন খালেদ মাহমুদ সুজন। সরকার বদলের পর প্রথমবার বিসিবি’র কোনো পরিচালক গণমাধ্যমে এমন কথা বলেছেন। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
খালেদ মাহমুদ বলেন, পাপন ভাই নেই। যদিও উনি বর্তমান আছেন, যেহেতু উনি পদত্যাগ করেননি। যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ এসেছেন। উনি সিদ্ধান্ত নেবেন কি হবে না হবে।
ক্রিকেট বোর্ডের এই পরিচালক বলেন, একটা পট পরিবর্তন হলে তো অনেক কিছুই হয়। সময়ই বলে দেবে কি হবে। কারণ বিসিবি তো কারোই সম্পত্তি না। কেউ ক্ষমতায় থাকার জন্য আসেনি। ভবিষ্যতে করলে করবে। পরবর্তীতে যারা আসবে শুভকামনা।
বিসিবি ভেঙে দেওয়ার দাবি জোরালো হয়েছে। ক্রীড়া উপদেষ্টাও জানতে চেয়েছেন অন্তর্বর্তী সভাপতি নিয়োগের আইনি ভিত্তি। পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেয়ার দাবি সাবেক অধিনায়কের।
খালেদ মাহমুদ বলেন, বাংলাদেশ ফুটবল, ক্রিকেট বা অন্যান্য খেলাধুলা যে আছে এখানে কারা নেতৃত্ব দেবে কারা ডমিনেট করবে কারা সঠিক পথে নিয়ে যাবেন এটা উনারা ঠিক করবেন। আমাদের তো বলার কিছু নেই।
তিনি আরো বলেন, অনেক দেশ হয়তো ট্রাভেল রেস্ট্রিকশন দিয়েছে। সেটা তো আর বিসিবির না। আমরা লজিস্টিক্যালি বলেছি যে মাঠ ও লজিস্টিক সাপোর্টটা বিসিবি করতে পারবে। বাকিটা সরকারের ওপর যাবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :